Home Featured I Want To Be President Of India: রাষ্ট্রপতি হতে চাই, সুপ্রিম কোর্টে আজব আর্জি!

I Want To Be President Of India: রাষ্ট্রপতি হতে চাই, সুপ্রিম কোর্টে আজব আর্জি!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: রাষ্ট্রপতি হতে চাই (I Want To Be President Of India)। সুপ্রিম কোর্টে (Supreme Court) এমন আজব আর্জি নিয়ে বিচারপতিদের দ্বারস্থ হলেন এক ব্যক্তি। যদিও শীর্ষ আদালত পত্রপাঠ খারিজ করে দিয়েছে ওই আবেদন। সেইসঙ্গে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিকে ফের এ ধরণের আবেদনের অনুমতি না দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও হিমা কোহলির বেঞ্চ ওই ব্যক্তির আবেদনকে চপল মস্তিষ্কের কাজ বলে জানিয়েছে। সেইসঙ্গে দেশের শীর্ষ আদালতের প্রক্রিয়াকে হেনস্থা বলেও বর্ণনা করা হয়েছে। তারা আরও জানিয়েছে এটা একটি কলঙ্ক ছাড়া কিছু নয়।

একইসঙ্গে জানিয়েছে রেজিস্ট্রি যেন ভবিষ্যতে এমন আর্জিকে কখনওই আমল না দেয়। শীর্ষ আদালতের ব্যস্ত সময় নষ্ট করার জন্য ক্ষোভও প্রকাশ করা হয়। এই আজব আবেদন করেছেন জগন্নাথ সাওয়ন্ত নামে এক ব্যক্তি। এদিন শীর্ষ আদালত রেজিস্ট্রিকে নির্দেশ দেয় তারা যেন আবেদনকারীকে কলঙ্ক বলে যে মন্তব্য করা হয়েছে, তা বাদ দিয়ে দেয়। আবেদনকারী এদিন ব্যক্তিগতভাবে হাজির হয়ে অভিযোগ করেন তাঁকে সম্প্রতি হয়ে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেওয়া হয়নি। নিজেকে পরিবেশবিদ বলে দাবি করা আবেদনকারী আরও বলেন তিনি বিশ্বের সমস্ত দূষিত পরিবেশ দূর করে সুস্থ পরিবেশ গড়ে তোলার ব্যাপারে কাজ করতে চান। এদিন শুনানি চলাকালীন আদালত জানায় আবেদনকারী তাঁর বিশেষ জ্ঞান নিয়ে বক্তৃতা দিতে পারেন তবে কোনওভাবেই যেন আদালতে আর্জি জানিয়ে বিচারপতিদের এবং আদালতের মূল্যবান সময় নষ্ট না করেন। এর আগে মহারাষ্ট্রে উদ্ধব সরকারের পতনের পর তিনি মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের মানুষের কল্যাণের কাজে নিজেকে নিয়োজিত করতে চান বলে সে রাজ্যের রাজ্যপালের কাছ চিঠি পাঠিয়েছিলেন এক ব্যক্তি।
.

You may also like