Home Featured Yashwant Sinha: ‘আর কোনও রাজনৈতিক দলে যোগদান করব না’, জানালেন যশবন্ত

Yashwant Sinha: ‘আর কোনও রাজনৈতিক দলে যোগদান করব না’, জানালেন যশবন্ত

by Anamika Nandi

মহানগর ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থীর কাছে বিপুল ভোটে হেরে গিয়েছেন। তারপরেই প্রশ্ন উঠেছে, এবার কী তবে ফের ঘরে ফিরে যাবেন যসবন্ত সিনহা(Yashwant Sinha)? দ্রৌপদী মুর্মুর কাছে হেরে তাঁর রাজনৈতিক জীবনের ভবিষ্যৎ নিয়ে কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার এই প্রসঙ্গে তিনি নিজে জানিয়েছেন, এখনই ফিরছেন না তৃণমূলে।

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী পক্ষের প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছিল তাঁকে। জানিয়েছিলেন, বৃহত্তর স্বার্থে ছাড়ছেন তৃণমূল কংগ্রেস। কিন্তু তাঁর পদত্যাগ কাজে আসেনি। প্রত্যাশিতভাবেই এনডিএ প্রার্থীর কাছে হেরে গিয়েছেন তিনি। যার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ফের কী তৃণমূলে ফিরে যাবেন যশবন্ত সিনহা? প্রশ্নের উত্তরে জানিয়েছেন, “আমার সঙ্গে কেউ কথা বলেনি। আমিও কারোর সঙ্গে কথা বলিনি”। তবে জানা গিয়েছে, ওই দলের এক নেতার সঙ্গে ব্যক্তিগত স্তরে যোগাযোগ রয়েছে তাঁর। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, “পশ্চিমবঙ্গে আমি কখনও প্রচারে যাইনি। তাও সেই রাজ্য থেকেই সর্বাধিক বেশি ভোট পেয়েছি”।

এদিন রাজনীতি থেকে সন্ন্যাস গ্রহণের ইঙ্গিত দিয়েছেন যশবন্ত সিনহা। বর্ষীয়ান এই নেতার কথায়, “আমার বয়স ৮৪। দেখি আর কতদিন টানতে পারি। কতটা সক্ষম থাকতে পারি। আর কোনও রাজনৈতিক দলে যোগদান করব না। নির্দল হিসেবেই আজীবন থাকব”। ঘাসফুল শিবিরে যোগ দিয়ে সিনহা বলেছিলেন, “বাংলাই আগামীদিনের পথপ্রদর্শক। ২০২৪ সালের সরকার পরিবর্তনের লক্ষ্যেও বড় ভূমিকা পালন করবে”।

You may also like