Home Featured Nupur Sharma: ‘নূপুর শর্মার জিভ কেটে আনলে ২ কোটি টাকা দেবো’, ক্যামেরার সামনে দাঁড়িয়ে ঘোষণা

Nupur Sharma: ‘নূপুর শর্মার জিভ কেটে আনলে ২ কোটি টাকা দেবো’, ক্যামেরার সামনে দাঁড়িয়ে ঘোষণা

by Anamika Nandi
Nupur Sharma: 'নূপুর শর্মার জিভ কেটে আনলে ২ কোটি টাকা দেবো', ক্যামেরার সামনে দাঁড়িয়ে ঘোষণা

মহানগর ডেস্ক: বহুদিন আগে নবী মহম্মদকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করেছিলেন বিজেপির (BJP) প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মা (Nupur Sharma)। তারপর থেকেই দেশের নানা প্রান্তে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। এমনকি এর দরুন প্রাণনাশের হুমকি পেয়েছেন বিজেপির সাসপেন্ডের নেত্রী। এহেন পরিস্থিতিতে মেওয়াতের একজন ইসলামপন্থী বলেছেন, যদি কেউ নূপুর শর্মার জিভ কেটে তাঁর হাতে তুলে দেয়, তবে সেই ব্যক্তিকে তিনি ২ কোটি টাকা দেবেন। সুপ্রিম কোর্ট পয়গম্বর বিতর্কে মিসেস শর্মার ভূমিকাকে কেন্দ্র করে কিছু মন্তব্য করার কয়েক দিন পরই এই ঘটনাটি ঘটেছে। শীর্ষ আদালত জানিয়েছে, বিজেপির প্রাক্তন নেত্রীর বেলাগাম মন্তব্য দেশের সাম্প্রদায়িক বিশৃঙ্খলা এবং উদয়পুরে ইসলামপন্থীদের দ্বারা কানহাইয়া লালের শিরচ্ছেদের জন্য দায়ী।

পরবর্তীতে ৬ জুলাই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে মেওয়াতের একজন ইসলামপন্থীকে কিছু সাংবাদিকদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। তিনি বলেছেন, “আমি পুরো মেওয়াতের পক্ষ থেকে বলছি। যদি কেউ নূপুর শর্মার জিভ কেটে আমার কাছে নিয়ে আসে, তাহলে তার জন্য তাঁকে ২ কোটি টাকা দেওয়া হবে। আমি দেব”। পুলিশ সূত্রে এই মুহূর্তে ওই ইসলাম পন্থীর ভিডিওটি খতিয়ে দেখা হচ্ছে। নূহের পুলিশ সুপার বরুণ সিংলা বলেছেন, ‘খবরটি সম্পর্কে জানতে পেরে অভিযুক্তদের সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। জনগণের কাছে এই ধরনের ভিডিও এবং সাম্প্রদায়িক বিষয়বস্তু না ছাড়ানোর জন্য আবেদন করছি’।

উল্লেখ্য, ভিডিওতে ইসলামপন্থীর মন্তব্যগুলি সুপ্রিম-মন্তব্যের পর এসেছে। জুলাইয়ের ১ তারিখ প্রাক্তন বিজেপি মুখোপাত্রকে উদয়পুর হত্যাকাণ্ডের জন্য দায়ী করেছে শীর্ষ আদালত। তাঁদের কথায়, নেত্রীর দায়িত্ব জ্ঞানহীনতার কারণেই পুরো দেশে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে মিসেস শর্মার বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে এফআইআর দায়ের হয়েছে। সেই সব মামলাগুলি দিল্লিতে স্থানান্তরের জন্যই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আবেদনে বলেছেন যে, ক্রমাগত প্রাণনাশের হুমকি পাচ্ছেন তিনি। সেই কারণে প্রত্যেকটি জায়গায় তাঁর জন্য বিপদ ডেকে আনতে পারে। তাই তাঁর বিরুদ্ধে হওয়া মামলাগুলি যেন দিল্লিতে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন : ’পারলে আমার কথার ভুল প্রমাণ করুক’,কালী বিতর্কে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়লেন মহুয়া

কিন্তু শীর্ষ আদালত দেশের বর্তমান পরিস্থিতির জন্য তাঁকেই দোষী সাব্যস্ত করেছে এবং তাঁর কাজের তীব্র নিন্দা জানিয়েছে। বিচারকদের কথায়, পুরো দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত নূপুর শর্মার। এর আগে জুন মাসে ভীম সেনাপ্রধান নবাব সতপাল তানওয়ার মিসের শর্মার জিহ্বা নিয়ে আসার জন্য ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন। তাঁর দাবি ছিল যে, যথাযথ শাস্তি পেতে হবে বিজেপির প্রাক্তন নেত্রীকে। এমনকি তিনি বলেছিলেন, মিসেস শর্মা যা মন্তব্য করেছেন তার জন্য শাস্তি স্বরূপ তাঁকে ‘মুজরা’ করতে বাধ্য করবেন তিনি। তাঁর কথায়, নূপুর শর্মা ফাঁসির যোগ্য। এর পরেই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এবার ইসলামপন্থীর ভিডিওর তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের বক্তব্য, এই ধরনের ভিডিও যেন আর জনগণের কাছে না পৌঁছায়।

You may also like