Home Featured Presidential Election: ‘অংশ নিতামও না’, বিরোধীদের বৈঠকে আমন্ত্রণ না পেয়ে মন্তব্য ওয়েইসির

Presidential Election: ‘অংশ নিতামও না’, বিরোধীদের বৈঠকে আমন্ত্রণ না পেয়ে মন্তব্য ওয়েইসির

by Anamika Nandi

মহানগর ডেস্ক: বুধবার এআইএমআইএম (AIMIM) প্রধান আসাদ উদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi) বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election) নিয়ে আলোচনা সারতে তৃণমূল সুপ্রিমো বিরোধী নেতাদের সঙ্গে বৈঠকে আমন্ত্রণ জানাননি তাঁকে। এএনআই-এর সঙ্গে কথা বলতে গিয়ে মিস্টার ওয়েসি বলেন, “বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি আমাকে। যদিও আমাকে আমন্ত্রণ করলে আমি অংশগ্রহণ করতাম না। কারণটা হল কংগ্রেস”।

প্রসঙ্গে তিনি বলেন, খারাপ কথা বলার পরও টিএমসি-র পক্ষ থেকে আমন্ত্রণ পত্র এলে কংগ্রেসের কারণে বৈঠকে উপস্থিত থাকতে পারতাম না। বুধবার রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করতে অ-বিজেপি নেতা-নেত্রীদের নিয়ে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো। শনিবার টিএমসির পক্ষ থেকে আটজন অ-বিজেপি সহ ২২ জনকে বৈঠকে যোগ দেওয়ার জন্য আহ্বান করা হয়। যেখানে নাম রয়েছে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, অরবিন্দ কেজরিওয়াল, নবীন পট্টনায়েক, পিনারাই বিজয়ন, হেমন্ত সোরেন সহ আরও অনেকের।

আরও পড়ুন:‘ হচ্ছে হবে করলে সমস্যা মিটবে না ‘, চিন সমস্যা প্রসঙ্গে বললেন বিজেপি নেতা

ইতিমধ্যেই শিবসেনা নেতৃত্বাধীন এমভিএ জানিয়ে দিয়েছে, বৈঠকে থাকতে পারবেন না উদ্ধব ঠাকরে। কারণ সেই সময় তিনি অযোধ্যায় থাকবেন। অন্যদিকে জানা গিয়েছে, বৈঠক এড়িয়ে যেতে পারে টিআরএস ও আপ। বুধবার বিরোধীদের নিয়ে বৈঠকের আগেই মঙ্গলবার দিল্লি পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়েই দেখা করেছেন শরদ পাওয়ারের সঙ্গে। আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন এবং ফলাফল ঘোষণা হবে ২১ জুলাই। সেদিন নতুন রাষ্ট্রপতি পাবে এদেশ। এদিকে সূত্র অনুযায়ী, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী ঘোষণা হলেই মমতার ডাকে সাড়া দেওয়ার কথা ভাববে আম আদমি পার্টি।

বৈঠকে যারা উপস্থিত থাকবেন তাঁদের মধ্যে প্রাক্তন মন্ত্রী এইচডি দেবগৌড়া এবং তাঁর ছেলে ও রাষ্ট্রীয় লোকদলের জয়ন্ত চৌধুরী ও পিপলস ডেমোক্রেটিক পার্টি প্রধান মেহবুবা মুফতির নাম রয়েছে। যোগ দেবেন শিবসেনার সুভাষ দেশাই, ডিএমকে-এর টিআর বালু সহ মল্লিকার্জুন খার্গে, জয়রাম রমেশ এবং রণদীপ সুরজেওয়ালা সহ আরও অনেকে।

You may also like