Home Featured ICSE Result: প্রকাশিত হল ICSE-র দ্বাদশ শ্রেণীর ফলাফল, এগিয়ে ছাত্রীরা

ICSE Result: প্রকাশিত হল ICSE-র দ্বাদশ শ্রেণীর ফলাফল, এগিয়ে ছাত্রীরা

by Anamika Nandi
ICSE Result: প্রকাশিত হল ICSE-র দ্বাদশ শ্রেণীর ফলাফল, এগিয়ে ছাত্রীরা

মহানগর ডেস্ক: রবিবার ICSE দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশিত হয়েছে। এসএমএস ছাড়াও cisce.org, results,cisce,org, results.nic.in-এর মাধ্যমে ফলাফল জেনেছে পড়ুয়ারা। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২২-এ পাশের হার ৯৯.৩৮ শতাংশ। ছাত্রদের থেকে এগিয়ে ছাত্রীরা। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৬ হাজার ৯৪০। যেখানে প্রথম স্থানে রয়েছে ১৮ জন পড়ুয়া।

সর্বভারতীয় মেধা তালিকা অনুযায়ী, প্রথম স্থান অধিকারীদের প্রাপ্ত নম্বর ৯৯.৭৫ শতাংশ। জানা গিয়েছে, প্রথম স্থানে রয়েছে বাংলার ছয় পড়ুয়াও। তাঁদের নাম যথাক্রমে-

  • কলকাতার দ্য ফ্রাঙ্ক এন্টনি পাবলিক স্কুলের ছাত্র মহম্মদ আর্শ মুস্তফা।
  • সল্টলেক ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রী প্রতিতি মজুমদার।
  • কলকাতার জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশনের ছাত্রী অপূর্বা কাশিশ।
  • পানিহাটি সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের ছাত্রী পৃথ্বীজা মন্ডল।
  • আলিপুরদুয়ার বীরপাড়া সানসাইন স্কুলের ছাত্র নিখিল কুমার প্রসাদ এবং উত্তর ২৪ পরগনার দেবপুকুর সেন্ট ক্ল্যারেন্ট স্কুলের ছাত্র অভিষেক বিশ্বাস।

মূলত দু’টি সেমিস্টারে বোর্ডের পরীক্ষা নেওয়া হয়েছিল। দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল চারটি পর্বের প্রাপ্ত নম্বর মিলিয়ে ঘোষণা করা হয়েছে। মেধা তালিকা অনুযায়ী, হরিয়ানা, হিমাচল প্রদেশ, মধ্য প্রদেশ, নয়া দিল্লি, ছত্তিশগড়, এনসিআর, পঞ্জাব উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের পড়ুয়ারাই সবথেকে বেশি জায়গা করে নিয়েছেন। আইসিএসই সূত্রে, যে সমস্ত ছাত্র-ছাত্রীরা নিজেদের নম্বর নিয়ে অখুশি তাদের রয়েছে রিচেকিংয়ের সুযোগ।

যার জন্য তারা অনলাইনে আবেদন করতে পারেন পড়ুয়ারা। আগামী ৩০ তারিখ পর্যন্ত করা যাবে সেই আবেদন। তবে সেদিক থেকে শুধু রিচেক করা যাবে সেকেন্ড টার্মের খাতাই। ফি লাগবে হাজার টাকা। গত ৬ এপ্রিল থেকে ১৩ জুনের মধ্যে পরীক্ষা হয়েছিল। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আজ ফলাফল বেরিয়েছে। অত্যন্ত খুশি পড়ুয়ারা।

You may also like