মহানগর ডেস্ক: চলতি মাসেই রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election)। হিসাব বলছে, পাল্লা ভারী এনডিএ প্রার্থীর। এহেন পরিস্থিতিতে রাষ্ট্রপতি ভোট নিয়ে শুক্রবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর বক্তব্য, বিজেপি আগে জানাতে পারত, তাদের তরফে রাষ্ট্রপতি পদপ্রার্থী কে হবেন। তারপর আলোচনা করে আমরা ভেবে দেখতাম। আগে নাম জানালে কিছু সিদ্ধান্ত নেওয়া যেত’। এদিন মমতার মন্তব্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, তবে কী ভাঙ্গন ধরেছে বিরোধী শিবিরে? মনোনয়নপত্র পেশ করার পরেই কংগ্রেস সভানেত্রী ও তৃণমূল সুপ্রিমোর কাছে ফোন গিয়েছিল দ্রৌপদী মুর্মুর। তাঁদের সমর্থন চেয়েছেন তিনি। এর মাঝেই বিরোধী প্রার্থী বাছাই বিচার বিবেচনার সঙ্গে করা উচিত ছিল বলে, স্বীকার করে নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।
Kolkata | Now we know Droupadi Murmu's chances are better because of developments in Maharashtra. We'll go by what opposition parties say: WB CM Mamata Banerjee pic.twitter.com/QxyuDA90jB
— ANI (@ANI) July 1, 2022
প্রসঙ্গে কলকাতার ইসকনের রথযাত্রার উদ্বোধনের পর তিনি বলেছেন, ‘আদিবাসী প্রার্থীকে ভোটে দাঁড় করিয়েছে গেরুয়া শিবির। আগে সেই বিষয় জানা থাকলে, বৈঠক করে অন্য সিদ্ধান্ত নেওয়া যেত। এখন আমার একার পক্ষে কোনও কিছু পরিবর্তন করা সম্ভব নয়। যেদিকে সকলে যাবে, সেদিকে আমাকেও যেতে হবে। মহিলাদের প্রতি এমনিতেই আমার একটা বিশেষ ভাবাবেগ আছে। রাজনীতিতে অবশ্য মহিলা-পুরুষ সবাই সমান। যদিওবা ওঁরা কিছু ক্ষেত্রে সেই বিষয়টা বিবেচনা করে না কখনও। মহারাষ্ট্রের সরকার বদলের পর শক্তি বেড়েছে ওঁদের। তাই মুর্মুর জেতার সম্ভাবনা বেশি’।
আরও পড়ুন : হাতির থানায় প্রাণ গেল প্রৌঢ়ের, ভাঙল একাধিক বাড়ি
রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই ১৬-১৭টি বিরোধী দল মিলে বেছে নিয়েছে যশবন্ত সিনহাকে। যদিওবা তালিকায় নাম ছিল অনেকের। অবশেষে যশবন্ত সিনহাকে বেছে নিয়েছে বিরোধী শিবির। মনোনয়ন জমা পড়েছে এনডিএ পদপ্রার্থী ও সিনহার। সূত্র অনুযায়ী, সংসদ ভবনে দ্রৌপদী মুর্মুর চারটি মনোনয়ন জমা পড়েছে। প্রথমটিতে তাঁর পক্ষে প্রস্তাবক প্রধানমন্ত্রী মোদি এবং অনুমোদক রাজনাথ সিং। দ্বিতীয়টিতে প্রস্তাবক জেপি নাড্ডা এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। সেখানে প্রস্তাবক হিসেবে রয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা এবং চতুর্থ সেটে রয়েছেন গুজরাটের বিধায়করা। আসন্ন নির্বাচনে বিজেডি সমর্থন পাওয়ার প্রসঙ্গে মুর্মু বলেছেন, আমি ওড়িশা বিধানসভার সমস্ত সদস্য এবং সাংসদের সমর্থন পাওয়ার বিষয়ে আশাবাদী।