মহানগর ডেস্ক: ২০১৯ সালের একটি গবাদি পশু সংক্রান্ত মামলায়, নয়া রায় ঘোষণা করল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট (Supreme Court)। এক্ষেত্রে বিচারপতি জানিয়েছেন, যদি গবাদি পশুর মালিক পশুগুলিকে পাচারের জন্য অন্যত্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে থাকে তাহলে সেই পশুগুলোকে আবার মালিকের কাছে ফিরিয়ে দেওয়া যাবে না।
জানা গিয়েছে, ২০১৯ সালে মহারাষ্ট্রে ১৫ ষাঁড় এবং ৩ মহিষ গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছিল মহারাষ্ট্রে। পশুর মালিক নিজেও সেই গাড়িতে উপস্থিত ছিলেন। কিন্তু মালিকের কাছে সেই গবাদি পশু নিয়ে যাওয়ার কোনও বৈধ কাগজপত্র ছিল না।
বিষয়টি পুলিশের নজরে পড়ে। পুলিশ সেই গবাদি পশু মালিকের বিরুদ্ধে এফআইআর রুজু করেছিলেন। এদিকে একটি গোশালাকে সেই পশুগুলির অন্তর্বর্তীকালীন হেফাজত দিয়েছিলেন একজন ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তবে ম্যাজিস্ট্রেটের সেই রায়কে খারিজ করে মালিকের কাছেই পশুগুলিকে পাঠানোর নির্দেশ দেন সেসন জজ।
বিষয়টি এখানেই শেষ না হয়ে, গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। এরপর সেই মামলা সংক্রান্ত একটি রিট পিটিশন দাখিল হয় বম্বে হাই কোর্টে। সেখানে খারিজ হয়ে যায় মামলার আবেদন। পরে সুপ্রিম কোর্টে ওঠে এই মামলাটি। সেখানেই সমস্ত বিষয়টি পর্যবেক্ষণ করে বিচারপতি জানান, গবাদিপশুগুলির মালিক যদি সত্যিই পাচারের উদ্দেশ্যে তাঁদের এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাওয়ার চেষ্টা করে থাকে, তাহলে কেন ফাস্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের রায়কে খারিজ করে পশুগুলোকে পাঠিয়ে দেওয়া হল মালিকের কাছে?
এমনই প্রশ্ন তুলে পশুগুলোকে একটি গোশালায় রাখার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালতের বিচারপতি। তবে ইতিমধ্যেই ১৮টি পশুর মধ্যে দু’টি পশু মারা গিয়েছে। তাই দ্রুত এই মামলার নিষ্পত্তির জন্য নির্দেশ দেওয়া হয়েছে।