Home Featured Dilip Ghosh: টাকার বিনিময়ে চাকরির অভিযোগ সত্যি হলে আমায় মেল করুন: দিলীপ ঘোষ

Dilip Ghosh: টাকার বিনিময়ে চাকরির অভিযোগ সত্যি হলে আমায় মেল করুন: দিলীপ ঘোষ

by Anamika Nandi
Dilip Ghosh: টাকার বিনিময় চাকরির অভিযোগ সত্যি হলে আমায় মেইল করুন: দিলীপ ঘোষ

মহানগর ডেস্ক: বাংলায় একাধিক ইস্যু নিয়ে শুধু সামনে আসছে দুর্নীতির খবর এসএসসি থেকে শিক্ষক নিয়োগ এছাড়াও আরও একাধিক বিষয় দুর্নীতি। আর সেই নিয়ে বারংবার সরব হয়েছিল রাজ্যের বিরোধী দল। এমনকি টাকার বিনিময় চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল সরকারের বিরুদ্ধে। বর্তমানে এসএসসি (SSC) থেকে শিক্ষক নিয়োগের একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সেই সিবিআই তদন্তের নির্দেশে খুশি নয় আদালত। যার কারণে আদালতের নজরদারিতে সিবিআইকে সিট গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল।

এবার সেই প্রসঙ্গে নয়া উদ্যোগ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের। তিনি টুইট করে জানিয়েছেন, ‘যদি কারোর কাছে কোনো দুর্নীতি সংক্রান্ত খবর থাকে তাহলে আমাকে মেইল করে জানাতে পারেন। টাকার বিনিময় চাকরি পেয়ে দিব্যি রয়েছেন অনেকে’। এসএসসি দুর্নীতি থেকে শিক্ষক নিয়োগের দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজ্যের হেভিওয়েটদের। সেখানেই CBI-এর হাতে এসেছে ১০ মামলা।

আরও পড়ুন : কলকাতা পুরসভার সঙ্গে গাঁটছড়া লন্ডন ও ম্যাঞ্চেস্টার কর্পোরেশনের

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সম্প্রতি চাকরি গিয়েছে একদিকের। তার মধ্যে রয়েছেন মন্ত্রী কন্যা। এমনকি প্রকাশ্যে এসেছে একাধিক অডিও ক্লিপ। আর এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি সাংসদ জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখে যদি তা যদি সত্যি প্রমাণিত হয় তাহলে চাকরিপ্রাপকদের বাড়ি ঘেরাও করা হবে। যাঁরা তাঁদের কাছ থেকে চাকরির জন্য টাকা নিয়েছেন, তাঁদেরও ছাড়া হবে না।

You may also like