মহানগর ডেস্ক: রাজ্য সরকারের পেশ করা সমীক্ষার জেরে দারুল উলুম,দেওবন্দকে অবৈধ স্বীকৃতিহীন মাদ্রাসা (Illegal Unrecognised Madrassas In UP ) হিসেবে ঘোষণা করল যোগীরাজ্যের সাহারানপুর জেলা প্রশাসন। পাশাপাশি তিনশো ছটির কাছাকাছি স্বীকৃতিহীন মাদ্রাসারও নাম জানিয়েছে জেলা প্রশাসন। জেলা সংখ্যালঘু কল্যাণ আধিকারিক ভারতলাল গোণ্ড জানিয়েছেন তিনশোটির কাছাকাছি মাদ্রাসাকে চিহ্নিত করে তাদের নাম প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।
দারুল উলুম দেওবন্দও একটি অবৈধ মাদ্রাসা, ফলে ওই প্রতিষ্ঠান স্কলারশিপ ও অন্যান্য থেকে বঞ্চিত হচ্ছে। প্রশাসনের নির্দিষ্ট করা মাপকাঠির ভিত্তিতে তদন্ত করা হয়েছে। যেমন মাদ্রাসাগুলি কবে প্রতিষ্ঠা করা হয়েছিল, মাদ্রাসার নাম ও তাদের উপার্জনের বিষয়টিও (Name Of Madrassas And Income) অনুসন্ধান করা হয়। আধিকারিক জানান প্রশাসন যে সিদ্ধান্ত নেবে, তার ওপর ভিত্তি করে অভিযোগ দায়ের করা হবে। এদিকে সাম্প্রতিক সমীক্ষায় উত্তরপ্রদেশে সাত হাজার স্বীকৃতিহীন মাদ্রাসাকে চিহ্নিত করা হয়েছে। সমীক্ষা করা হয়েছিল স্বীকৃতিহীন মাদ্রাসাগুলিকে আইনি স্বীকৃতি দেওয়ার কথা ভেবে।
তবে তার আগে সরকারি চাহিদামতো বাধ্যতামূলক নিয়ম মানার পরেই মিলবে স্বীকৃতি। জেলাশাসকরা তাঁদের রিপোর্ট পেশ করার পরে স্বীকৃতিহীন মাদ্রাসাগুলির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। উত্তরপ্রদেশ মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ইফতিকার আহমেদ জাভেদ জানিয়ছেন স্বীকৃত মাদ্রাসার তালিকা তৈরি করতে কিছুদিন সময় লাগবে। তবে এ পর্যন্ত পঁচাত্তরটি জেলায় সাড়ে সাতহাজারের মতো মাদ্রাসা চিহ্নিত করা হয়েছে। যোগীরাজ্যে স্বীকৃত, বৈধ মাদ্রাসা রয়েছে ১৬,৫১৩টি। তাদের মধ্যে ৫৬০টি সরকারি অনুদান পেয়ে থাকে। সাড়ে তিনশোটি মাদ্রাসা রয়েছে, যেসব মাদ্রাসায় পনেরোজন করে ছাত্র রয়েছে।