Home Featured Madhyapradesh: ভাবা যায়! ভারত থেকে নাকি খুঁজে পাওয়া গেল ডাইনোসরের ডিম

Madhyapradesh: ভাবা যায়! ভারত থেকে নাকি খুঁজে পাওয়া গেল ডাইনোসরের ডিম

by Anamika Nandi
Madhyapradesh: ভাবা যায়! ভারত থেকে নাকি খুঁজে পাওয়া গেল ডাইনোসরের ডিম

মহানগর ডেস্ক: মধ্যপ্রদেশে (Madhyapradesh) এক বিরল ঘটনা ঘটে গিয়েছে।ডাইনোসরের ডিমের জীবাশ্ম পাওয়া গিয়েছে। তবে এই জীবাশ্ম একটু আলাদা। আবিষ্কার করেছে দিল্লি ইউনিভার্সিটির (Delhi University) গবেষকদের (Researchers) একটি দল। মধ্যপ্রদেশের ধর জেলায় ডাইনোসর ফসিল ন্যাশনাল পার্কে এই ডিমের সেটটির হদিস মিলেছে। আর এই আবিষ্কার প্রকাশিত হয়েছে বৈজ্ঞানিক প্রতিবেদনে। একটি নেচার গ্রুপ জার্নালে, ‘প্রথম ডিম্বাণু-ইন-ওভো প্যাথলজিকাল টাইটানোসোরিড ডিম’-এর প্রসঙ্গে লেখা হয়েছে। যা জীব বিজ্ঞানের উপর আলোড়ন তৈরি করে।

মূলত, এই প্রথম বিজ্ঞানীরা কোনও ডাইনোসরের ডিমের ভেতরে আরও একটি ডিম্বর খোঁজ পেয়েছেন। সাধারণত এটি পাখিদের মধ্যে হতে দেখা যায়। কিন্তু সরীসৃপের মধ্যে এটি প্রথম। টাইটানোসরিস ডাইনোসরের ডিম্বাণু-ইন-ওভো ডিমের আবিষ্কার বলে, তাঁদের ডিম্বনালীর আকারবিদ্যা পাখিদের মতোই ছিল। এই নতুন আবিষ্কার অনুযায়ী, ‘ডিম্বাণু-ইন-ওভো প্যাথলজি পাখিদের জন্য অনন্য নয়। এদিকে গবেষণায় দেখা গিয়েছে, sauropod-এর প্রজননের আচরণ অন্যান্য আর্কোসরের মত একই রকম।

গবেষণায় ডিমের খোসার মধ্যে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করা গিয়েছে। মূলত খোসাগুলি একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ সংস্পর্শে এসে একাধিক ডিমের খোসার ইউনিট তৈরি করেছে। যার ফলে ডিমের খোলসে মোটা-পাতলার সংমিশ্রণ চোখে পড়েছে। জানা গিয়েছে, বিজ্ঞানীদের দলটি জাতীয় উদ্যানের কাছে টাইটানোসরিসের ৫২টি বাসা খুঁজে পেয়েছে। যার একটিতে ১০টি ডিম রয়েছে। যেখান থেকেই এই অস্বাভাবিক প্যাথলজিক্যাল ডিমের হদিস মিলেছে। যার ফলে এটি ডাইনোসরের প্রজনন সম্পর্কিত বিষয়টির দিকে আলাদা দৃষ্টিভঙ্গি প্রদান করছে।

You may also like