Home Entertainment Iman Chakraborty : মমতার সঙ্গে ছবি পোস্ট করে কটাক্ষ জুটলো ইমনের কপালে, পাল্টা জবাব দিলেন গায়িকা

Iman Chakraborty : মমতার সঙ্গে ছবি পোস্ট করে কটাক্ষ জুটলো ইমনের কপালে, পাল্টা জবাব দিলেন গায়িকা

by Oindrila Chakraborty
Iman Chakraborty : মমতার সঙ্গে ছবি পোস্ট করে কটাক্ষ জুটলো ইমনের কপালে, পাল্টা জবাব দিলেন গায়িকা

মহানগর ডেস্ক : প্রথমে স্বস্তিকা মুখোপাধ্যায় এবং ইমন চক্রবর্তী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করায় তুমুল কটাক্ষের শিকার হতে হল গায়িকা কে। বুধবার ছিল রাজ্য সরকার আয়োজিত বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। ইকো পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এক ঝাঁক তারকা। আর সেখানেই বাকি আমন্ত্রিতদের মত হাজির হয়েছিলেন ইমন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলতে দেখা যায় গায়িকাকে। তবে সেই ছবি সামনে আসতেই নেটিজেনদের কড়া সমালোচনার মুখে পড়েছেন ইমন।

তবে কেবলমাত্র মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি তোলা নিয়ে নয়। রূপঙ্কর বাগচীর সঙ্গে এক ফ্রেমে বন্দী হওয়ার কারণেও কটাক্ষ ধেয়ে এল ইমনের দিকে। তবে পাল্টা জবাব দিতে ভোলেননি গায়িকা। উল্লেখ্য একসময় এসএফআইয়ের দাপুটে ছাত্রনেতা ছিলেন ইমন। তবে রাজ্য শাসকদলের সঙ্গে ঘনিষ্ঠতা নজর কেড়েছে অনেকের। সেই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাকে। পাশাপাশি গায়িকার পোস্টে তার নামের পাশে ‘গিরগিটি’, ‘চটি চাটা’, ‘চাকরি চোর’ ইত্যাদি তকমা দেওয়া হয়েছে তাকে।

তারপরেই জবাব দিয়েছেন ইমন। ফেসবুকে সরাসরি লিখেছেন,’… জিনিস দেখে খুব অবাক হচ্ছি, যে কিছু মানুষ খারাপ বলতেই জানেন। সোজা হাঁটলে বলবে বাঁকা যান। বাঁকা গেলে তো কথাই নেই। ভালো-মন্দ ,গান-বাজনা, রাজনীতি, খেলাধুলো, চাঁদে কি হচ্ছে ,সমুদ্রের নিচে কি হচ্ছে শাড়ি কেন পড়লেন না ,বরের সঙ্গে কেন ছবি দিলেন না… পাঁঠার মাংস কেন খেলেন নি হত্যা মহাপাপ আরো কত কিছু! কেন?

যারা এগুলো বলেন তাঁরা কী সব মেনে নিয়ে জীবন কাটাতে পারতেন? আমি বলছি পারতেন না। প্রত্যেকটা মানুষের নিজের বাঁচার স্বাধীনতা আছে। ঘৃণা ছড়াতে চাইলে ছড়ান কিন্তু তার দায় আপনার, আমাদের নয়। বিশ্বাস করুন, দিনের পর দিন এসব নিতে নিতে ঘরে অন্ধকারে আর বসে না থেকে আলোয় ভালোয় বাঁচতে শিখে গেছি। ভালো থাকুন, আনন্দে থাকুন আর পারলে একটু যোগ-ব্যায়াম করে নিন’।

You may also like