Home Finance RBI: মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আরবিআই-এর কড়া পদক্ষেপের প্রশংসা আন্তর্জাতিক মহলে

RBI: মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আরবিআই-এর কড়া পদক্ষেপের প্রশংসা আন্তর্জাতিক মহলে

by Arpita Sardar
reserve bank of india, international monetary fund, inflation control, hard step

মহানগর ডেস্কঃ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য যেভাবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আর্থিক নীতি কড়াকড়ি করেছে মঙ্গলবার তারই ভুয়সী প্রশংসা করল আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড (INTERNATIONAL MONETARY FUND)। আই এম এফের তরফে জানানো হয়েছে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। এই সংস্থার তরফে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য রিজার্ভ ব্যাঙ্কের সুদের হার ১৯০ পয়েন্ট বাড়িয়েছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য আরও কঠোর পদক্ষেপ আরবিআইয়ের তরফে নেওয়া হবে বলে আশা করেছে এই সংস্থা।

আইএমএফের তরফে আরও জানানো হয়েছে, উদীয়মান আর্থিক বাজারের মত ভারতের আর্থিক নীতি কঠোর করা হয়েছে। সে কারণে আর্থিক নীতি কঠোর করা হচ্ছে। তবে কয়েকটি কারণে ব্যাঙ্কিং এবং নন-ব্যাঙ্কিং ক্ষেত্রে ভারতের অর্থনৈতিক ভিত্তি এখনও নড়বড়ে রয়েছে। যা একটি উদ্বেগের কারণ বলে জানানো হয়েছে।

আইএমএফের তরফে জানানো হয়েছে, অর্থনৈতিক স্থিরতা একটা দীর্ঘকালীন বিষয় এবং এই বিষয়টা ব্যাঙ্কিং এবং নন-ব্যাঙ্কিং ক্ষেত্রে উপস্থিতি রয়েছে। ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাঙ্কের নজরদারি করতে হবে। কারণ, বিষয়টি আর্থিক বৃদ্ধির পক্ষে অন্তরায় হতে পারে। এর মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে তহবিল জোগাড় করতে হবে। ফলে সেগুলির ব্যালেন্স শিটে উল্লেখ থাকলে ভবিষ্যতে ঋণ দেওয়ার ক্ষেত্রে তা বাধা তৈরি করতে পারে এবং সামগ্রিক ব্যাঙ্কিং ব্যবস্থার পুনরুদ্ধারের গতি শ্লথ হতে পাড়ে। কাজেই ঋণ দেওয়ার ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে তহবিল জোগাড় করতে হবে বলে এবং ঋণের ব্যাপারে ব্যাঙ্কগুলোকে নজরদারি বাড়াতে হবে।

You may also like