Home Uncategorized Immortal Love : অমর প্রেমের নজির! অসমে মৃত প্রেমিকার কপালে সিঁদূর পরিয়ে বিয়ে করলেন প্রেমিক

Immortal Love : অমর প্রেমের নজির! অসমে মৃত প্রেমিকার কপালে সিঁদূর পরিয়ে বিয়ে করলেন প্রেমিক

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: অমর প্রেমের নজির! (Immortal Love) একদিকে প্রায় রোজই যখন একটার পর একটা রোমান্টিক প্রেমের মৃত্যু ঘটে চলেছে, প্রেমিকাকে গলা টিপে পঁয়ত্রিশ বা ছ টুকরো করে প্রেমের মৃত্যু ঘটানো হচ্ছে, শ্রদ্ধা ওয়াকারের মতো আরও অনেক খুনের ঘটনা সবার মনে বিষাদের জন্ম দিচ্ছে,তখন ঠিক তাঁর উল্টো ছবি দেখা গেল অসমে (Assam)। সেখানে দীর্ঘ রোগ ভোগের পর মৃত তরুণীকে রীতি মেনে (Marriage Of Dead Lover) প্রেমিকাকে বিয়ে করলেন প্রেমিক! সাতাশ বছরের বিটুপান তামুলি ভালোবাসতেন প্রাথনাকে। কিন্তু তাঁদের ভালোবাসায় চিরকালের জন্য ছেদ পড়ল শুক্রবার। অসমের গুয়াহাটিতে একটি বেসরকারি হাসপাতালে মারা গেলেন প্রাথনা। কিন্তু তাঁর মৃত্যুতে শেষ হল প্রেমিকা বিটুপানের প্রেম। ভালোবাসাকে স্বীকৃতি দিয়ে সেখানেই কপালে সিঁদূর আর গলায় চন্দনের টিপ পরিয়ে বিয়ে করলেন প্রেমিকাকে। ইউ টিউবে যা দেখে রীতিমতো চমকে উঠেছেন সবাই। তাঁদের অমর প্রেমকে কুর্নিশ জানিয়েছেন তাঁরা।

তবে প্রেম এখানেই শেষ হয়নি। মৃত বান্ধবীকে বিয়ে করে সাতাশ বছরের প্রেমিকের ঘোষণা, তিনি আর কখনওই কারোকে বিয়ে করবেন না। কিছুদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রাথনা। তাঁকে গুয়াহাটির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তারপরই মারা যান তিনি। এই প্রেমের কাহিনি ইউটিউউবে পোস্ট করার পর এমন আত্মত্যাগের বেদনাময় ঘটনা বহু মানুষের মন সত্যি সত্যি নাড়িয়ে দিয়েছে। গোটা দেশের মানুষ দিল্লিতে লিভ ইন পার্টনারের নৃশংস আচরণের শিকার হয়ে মরতে হয়েছে ছাব্বিশ বছরের শ্রদ্ধা ওয়াকারকে। তাঁকে গলা টিপে খুন করে নারকীয়ভাবে পঁয়ত্রিশ টুকরোর করার ঘটনা কাঁপিয়ে দিয়েছে সবাইকে। প্রায় সবারই মনে আজকের প্রজন্মের সত্যিকারের প্রেম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তখন এই যুবকের এমন স্বর্গীয় প্রেম,শ্রদ্ধা ও আত্মত্যাগ এক বিরল নজির গড়ে তুলেছে। মৃত মানুষকে বিয়ে করা একেবারে অচেনা একটি ব্যাপার। কর্ণাটকে প্রেতকল্যাণ বলে এক বিরল প্রথা মেনে বিয়ে হয়। কেরলেও এমন অদ্ভুত প্রথা মেনে বিয়ে হয়। কর্ণাটকের দক্ষিণ কন্নড়ে এমন প্রথা রয়েছে। কেরলের কিছু কিছু জায়গাতেই মৃত মানুষকে বিয়ে করার প্রথা দেখা যায়। সব মিলিয়ে মৃত প্রেমিকাকে বিয়ে করে অমর প্রেমের নজর গড়লেন অসমের সাতাশ বছরের বিটুপান।

You may also like