মহানগর ডেস্ক: অনেকেই বলেন কুকুর হল মানুষের সেরা বন্ধু। প্রভুর সঙ্গে তারা ছায়ার মতো লেগে থাকতে ভালোবাসে। এমনকী প্রভুকে কোনও কোনও ক্ষেত্রে প্রাণ দিয়ে বাঁচানোর ঘটনাও জানা যায়। আর সেই বন্ধুত্ব,বিশ্বস্ততার স্বীকৃতি হিসেবে এবার এক বরকে তার বিয়ের আসরে আসতে দেখা গেল পোষা কুকুরকে সঙ্গে নিয়ে (Groom Entered With Pet Dog)। এমন ঘটনা অনেকেরই মন গলিয়ে দিতে পারে প্রভু ও তার পোষা কুকুরের এমন ভালোবাসা। ইনস্টাগ্রামে দর্শন সাউ পল একটি ভিডিও পোস্ট করেছেন, যাতে দেখা গিয়েছে তিনি বরের বেশে বিয়ে করতে তাঁর পোষা কুকুরকে স্কুটারে চড়িয়ে বিয়ের আসরে ঢুকছেন। তিনি নিজে পরেছেন শেরওয়ানি। প্রিয় পোষা কুকুরকে পরিয়েছেন সোনালি রঙের ছোট্ট শেরওয়ানি। ভিডিওর ক্যাপশন দেওয়া হয়েছে , আসল বসের মতোই।
চারদিন আগে পোস্ট হওয়া ভিডিওটি এক লক্ষ সত্তর হাজার ভিউ হয়েছে। দু লক্ষেরও বেশি মানুষ লাইক করেছেন। নেটিজেনরা এমন হৃদয় ভালো করে দেওয়া ভিডিওর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এক নেটিজেন লিখেছেন কী দারুণ.. যেমনটা হওয়া উচিত, তেমনটাই হয়েছে। কোন অনুষ্ঠান সেটা বড় ব্যাপার নয়। আরেক ইউজার লিখেছেন, ওহ! তিনি শুভেচ্ছা জানিয়ে সবাইকে বলতে চান তারা যেন তাদের পোষা কুকুরদের ভালো রাখেন। আরেকজন আবার একধাপ এগিয়ে লিখেছেন বরের থেকে পোষা কুকুরকে দেখতে ভালো লাগছে। অন্য আরেক ইউজার লিখেছেন এটা একটা সম্পূর্ণ ব্যাপার। কেউ আবার লিখেছেন, কী সুন্দর দামি কুকুরটি। একে ভালো রাখুন… ভালোবেসে যান। অন্যদিকে আরেকটি খবরও বেশ ভালো লাগার মতো। সেখানে বর-বউ বিয়ের ছাদনাতলায় দাঁড়িয়ে, পুরোহিতেরা বিয়ের আচার উপচারে ব্যস্ত। আচমকাই ডাউন সিনড্রোমে আক্রান্ত কয়েকজন ছাত্র এসে তাদের আংটি ও ফুল নিয়ে এসে উপহার দেন। এমন পরিকল্পনা বর আগে থেকেই করে রেখেছিলেন। এমন ঘটনায় চোখের জল সামলাতে পারেননি পাত্রী।