মহানগর ডেস্ক: বিধানসভায় মুখ্যমন্ত্রী (Chief Minister) সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সৌজন্য সাক্ষাতের পর, এবার নতুন সমীকরণ মেদিনীপুরের রাজনীতিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) অধিকারী বাড়ি শান্তি কুঞ্জে চা খাওয়ার জন্য আমন্ত্রণ জানাতে চলেছেন শুভেন্দুর ছোট ভাই দিব্যেন্দু অধিকারী। যা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। তাহলে কি চা পে চর্চা অর্থাৎ চায়ের পেয়ালায় নতুন কোন সমীকরণ তৈরি হতে চলেছে অধিকারী বাড়িতে? উঠছে প্রশ্ন।
জানা গিয়েছে, আগামী ৩ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সভা করতে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা নাকি অধিকারী বাড়ি শান্তিকুঞ্জ থেকে ১০০ মিটারের মধ্যে অবস্থিত। কারণেই তাঁকে বাড়িতে চা খেতে যাওয়ার আমন্ত্রণ জানাবেন দিব্যেন্দু। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় তেমন কিছু জানেন না।
পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক বলেন, ‘উনি আমন্ত্রণ জানাতেই পারেন। সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু দাদা রাখবেন কি না, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন। আসলে তিনি সৌজন্য দেখাচ্ছেন। তবে কতটা শালীনতা বজায় রেখে কাজ করছেন উনি এটা ভাবতে বলব। কারণ এখনও উনি নিজেকে তৃণমূল কংগ্রেসের সাংসদ বলে জাহির করেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনও সভা, মিটিং, কর্মসূচিতে ওঁনাকে বিগত প্রায় দেড় বছর ধরে দেখতে পাওয়া যায় না।’