মহানগর ডেস্ক: মঙ্গলবার পঞ্জাবি গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসে ওয়ালার (Sidhu Moose Wala) পরিবারের সঙ্গে দেখা করবেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। গত মাসে ২৮ বছর বয়সী এই গায়ককে গুলি করে হত্যা করে দুষ্কৃতীরা। গানের দুনিয়ার জনপ্রিয় এই ব্যক্তিত্ব গত বছরের ডিসেম্বরে যোগ দিয়েছিলেন হাত শিবিরে (Congress)। চলতি বছরে পঞ্জাব বিধানসভা নির্বাচনে লড়েছেন তিনি।
মুসে ওয়ালার মৃত্যুর পর তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ও কংগ্রেস নেতা শচীন পাইলটের মত শীর্ষ রাজনীতিবিদরা। এবার জানা গিয়েছে আজ, মঙ্গলবার তাঁর পরিবারের সঙ্গে দেখা করবেন রাহুল গান্ধী। এই মুহূর্তে গায়ক তথা নেতার হত্যার তদন্ত জারি রয়েছে।
আরও পড়ুন: তদন্ত শেষ পর্যায়ে, ২ সপ্তাহ পর হাইকোর্টে বোগটুই হত্যাকাণ্ডের চার্জশিট পেশ করবে CBI
প্রসঙ্গত, মের ২৯ তারিখ পঞ্জাবের মানসা জেলায় অজ্ঞাত পরিচয় কিছু দুষ্কৃতীর গুলিতে নিহত হন জনপ্রিয় গায়ক সিধু মুসে ওয়ালা। তার একদিন আগেই রাজ্যের ৪২৪ জন ভিআইপি ব্যক্তির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করেছিল পঞ্জাব সরকার। যেই তালিকায় নাম ছিল গায়ক তথা নেতারও। কার্যত এই ঘটনার পর বিরোধীদের আঙুল ওঠে মান সরকারের দিকে। মুসে ওয়ালার পরিবার এবং হাত শিবিরের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের জন্য কেন্দ্রীয় সংস্থার কাছে তদন্তের দাবি করা হয়।
জানা গিয়েছে, ৮ জন শার্পশুটারকে গায়কের খুনি হিসেবে চিহ্নিত করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে গোটা ঘটনার তদন্ত চলছে। অন্যদিকে গায়কের খুনের দায় স্বীকার করে নিয়েছে কানাডার কুখ্যাত গ্যাংষ্টার গোল্ডি ব্রার। সে আদতে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। এই সমস্ত কিছুর মাঝে মুসে ওয়ালার পরিবারের মুখোমুখি হবেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।