মহানগর ডেস্কঃ একই দিনে দুই দলের দুই সেনাপতির সভা দুই বিরোধীপক্ষের শিবিরে। শুভেন্দু অধিকারীর বাড়ির কাছেই কাঁথিতে বিশাল জনসভার ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে হাইকোর্টের নির্দেশে ডায়মন্ড হারবারে সভা করার অনুমতি পেয়েছে বিজেপি। শনিবার সেই সভাতেই বক্তব্য রাখবেন শুভেন্দু অধিকারী। এই সব কিছুর মধ্যেই বিরোধী শিবিরের অভিযোগ রাজ্য পুলিশকে দিয়ে শুভেন্দু অধিকারীর সভামঞ্চ খুলিয়ে দেওয়া হচ্ছে।
বিরোধীদের অভিযোগ রাজ্যের শাসকদলের তরফে ডেকোরেটারসদের শাসানি দিয়ে ভয় দেখিয়ে খুলে ফেলা হচ্ছে বিরোধী দলনেতার সভামঞ্চ। এমনকি সভায় যে চেয়ারের ব্যবস্থা করা হয়েছিল সেগুলিও নাকি সরিয়ে নেওয়া হচ্ছে। শুধু মঞ্চ খোলাই নয়, তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগও করেছে গেরুয়া শিবির। সভা ভন্ডুলের সবরকম চেষ্টা করেছে শাসক দল। অভিযোগে সরব বিজেপি।
এদিন বিজেপির তরফে একটি টুইট করে অভিযোগ করা হয়, ডায়মন্ড হারবারে বিজেপির সভাকে বানচাল করতে গুন্ডাবাহিনী পাঠিয়ে মঞ্চ খুলে ফেলেছে। তাদের দাবি, হিটলারি শাসন চলছে বাংলায়। একইসঙ্গে সেই টুইটে একটি ভিডিও জুড়ে দিয়েছে বিরোধী শিবির।
থেমে থাকেনি শাসক দলও। টুইটের পাল্টা জবাব দিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ লেখেন, কোনও বাহিনী তৃণমূলের তরফে পাঠানো হয়নি। তিনি স্পষ্টই জানান, মঞ্চ বাঁধার দায়িত্বপ্রাপ্তরা যদি মঞ্চ না বাঁধতে না চায় সেটা তাদের ব্যাপার। পাশাপাশি কুণাল ঘোষ জানান, নিজেদের সমস্যা আর ব্যর্থতা তৃণমূলের কাঁধে বন্দুক রেখে ঢাকা যাবে না। তিনি বলেন, নাটকের সীমা থাকা উচিত।
দুই দলনেতার সভা শুরুর আগেই সরগরম রাজ্য রাজনীতি। অভিযোগ, পাল্টা অভিযোগে প্রচন্ড বেগে উত্তাপ চড়ছে রাজনৈতিক পারদে।