মহানগর ডেস্ক: কচিন শিপইয়ার্ড লিমিটেড এবার কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে (Job Vacancy)। খুব কম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদন করতে পারবেন এই সংস্থায় চাকরির জন্য। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা দেখে নিন প্রতিবেদনটি –
আরও পড়ুন: ‘মেঘালয়বাসীর দুঃখ ঘোচাতে তৃণমূলের আগমন’, টুইটে বার্তা শীর্ষ নেতৃত্বের
আবেদনের সময়: ৮ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে।
পদ সমুহ:
নাম: স্কেফোল্ডার অন কন্ট্রাক্ট।
মোট শূন্যপদ: এই আসনের জন্য খালি রয়েছে দু’টি পদ।
যোগ্যতা: ITI, ফিটার পাইপ, ফিটার এসএসএলসির ওপর এক বছরের কোর্স করা থাকতে হবে। এছাড়াও এই পদে কাজ করার ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
বয়স: চাকরি প্রার্থীর বয়স অবশ্যই ২০২২ সালের হিসাবে ৩০ বছরের মধ্যে হতে হবে।
নাম: সেফটি অ্যাসিস্ট্যান্ট অন কনসার্ট বেসিস।
মোট শূন্যপদ: এই আসনে খালি রয়েছে ৫টি পদ।
যোগ্যতা: এই পদে আবেদনকারীদের এসএসএলসি পাস করা থাকতে হবে এবং ফায়ার সেফটি উপরে সরকারি কিংবা বেসরকারি যে কোনও প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে।
বয়স: এই পদে আবেদনকারীদেরও বয়স অবশ্যই ৩০ বছরের মধ্যে হতে হবে।
নাম: সেমি স্কিলড রিগার্ড অন কন্টাক্ট।
মোট শূন্যপদ: এই আসনে খালি রয়েছে ৫৩ টি পদ।
যোগ্যতা: এই পদের আবেদনকারীদের চতুর্থ শ্রেণি পাশ করা থাকলেই হবে। সঙ্গে সংশ্লিষ্ট পদে কাজ করার ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: এই পদে আবেদনকারীদেরও বয়স অবশ্যই ৩০ বছরের মধ্যে হতে হবে।
নাম: কুক।
মোট শূন্যপদ: এই আসনের জন্য খালি রয়েছে ১টি পদ।
যোগ্যতা: অষ্টম শ্রেণী পাশ করা থাকতে হবে। সঙ্গে এই পদে কাজ করে করার ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: এক্ষেত্রেও আবেদনকারীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
নাম: ফায়ারম্যান।
মোট শূন্যপদ: ১২ টি পদ খালি রয়েছে।
যোগ্যতা: ফায়ার সেফটি ট্রেনিং নেওয়া থাকতে হবে। সঙ্গে অবশ্যই ১ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি: আগ্রহী চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। www.cochinshipyard.in এ গিয়ে সংস্থার ওয়েবসাইটে নিজেদের বিস্তারিত বিবরণ দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। তাতে অবশ্যই বৈধ ও ফোন নম্বর এবং ইমেল আইডি দিতে হবে। না হলে সংস্থার পরবর্তী ম্যাসেজ বা নোটিফিকেশন আপনি পাবেন না।
নিয়োগ পদ্ধতি: চাকরিপ্রার্থীদের মূলত তিনটি পরীক্ষায় পাশ করার পরে নিয়োগ করা হবে। প্রথমে লিখিত পরীক্ষা তারপর, প্র্যাকটিকাল তারপরে ফিজিক্যাল টেস্ট।