মহানগর ডেস্ক: বিষাক্ত মদ খেয়ে বিহারে (Bihar) মারা গিয়েছেন ১১ জন। এদিকে সেখানেই নাকি মদ (Liquor) নিষিদ্ধ! জানা গিয়েছে, বিহারের সারন জেলায় ঘটনাটি ঘটেছে। সূত্র অনুযায়ী, বিষমদ খেয়ে আশঙ্কাজনক ১২ জন। দৃষ্টিশক্তি হারিয়েছেন অনেকেই। এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে পাঁচ জন মদ কারবারিকে। ঘটনার জেরে বরখাস্ত করা হয়েছে স্থানীয় থানার পুলিশ আধিকারিককে।
পুলিশ সূত্রে, গত বৃহস্পতিবার সারন জেলার ফুলওয়ারিয়া পঞ্চায়েতে প্রথমে বিষমদ খেয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়। সেইসঙ্গে অসুস্থ হন অনেকেই। স্থানীয় পুলিশ জানিয়েছিল, সেই বিষয়ে খবর পাওয়া মাত্র একটি মেডিক্যাল টিম গঠন করে ঘটনাস্থলে পাঠানো হয়। সদর হাসপাতালে অসুস্থদের নিয়ে যাওয়া হয় এবং গুরুতর অসুস্থ ব্যক্তিদের PMCH হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ৯ জনের।
শনিবার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে PMCH হাসপাতালে চিকিৎসা চলছে ১২ জনের। জানা গিয়েছে, হিন্দু রীতি অনুযায়ী শ্রাবণ মাসের একটি নির্দিষ্ট তিথিতে নাকি মদ পান করে থাকেন সেখানকার স্থানীয়রা। এই বছর সেই রীতি পালনের দিনটি ছিল ৩ আগস্ট। আর সেই দিন ফুলওয়ারিয়া পঞ্চায়েতের মানুষ বিষমদ পান করে ফেলেন। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন পাঁচজন। কিন্তু অন্যদিকে প্রশ্ন উঠছে, যে রাজ্যে মদ নিষিদ্ধ করা হয়েছে, সেখানে এই ধরনের ঘটনা ঘটল কী করে?
প্রসঙ্গত, ২০১৬-তে রাজ্যজুড়ে মদ নিষিদ্ধ করে নীতীশ কুমারের সরকার। কিন্তু এদিকে সেখানেই গত বছরের নভেম্বর থেকে এখনও পর্যন্ত ৫০ জন ব্যক্তিরর মৃত্যু হয়েছে বিষমদ খেয়ে। এবার আবার মানুষ মারাই যায়নি, দৃষ্টিশক্তিও হারিয়েছেন অনেকে। এহেন পরিস্থিতিতে বিরোধীরা কাঠগরায় তুলেছে নীতীশ কুমারের সরকারকে।