Home Featured Rahul Blew Kisses : রাজস্থানে বিজেপি কর্মীদের দিকে চুমু ছুড়ে দিলেন রাহুল, পাল্টা বিজেপি পতাকাধারীরা হাত নাড়লেন!

Rahul Blew Kisses : রাজস্থানে বিজেপি কর্মীদের দিকে চুমু ছুড়ে দিলেন রাহুল, পাল্টা বিজেপি পতাকাধারীরা হাত নাড়লেন!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: দলের অফিসের ছাদের ধারে দাঁড়িয়ে রয়েছেন বিজেপির কর্মী-সমর্থকরা। পদযাত্রা চলাকালীন তাদের উদ্দেশ্যে চুমু ছুড়লেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Blew Kisses)। বিজেপির পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকা গেরুয়া শিবিরের কর্মীরা পাল্টা হাত নেড়ে ওঠেন (BJP Workers Waved)। তাদের হাসতেও দেখা যায়। মঙ্গলবার রাজস্থানে ভারত জোড়ো যাত্রায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের খাসতালুক ঝালোয়ারে এই দৃশ্য দেখা যায়। আগামী বছর বিধানসভা নির্বাচন রাজস্থানে। তার আগে বিজেপির শক্তঘাঁটি ঝালোয়ারে এমন দৃশ্য যথেষ্ট ইঙ্গিতবাহী বলে মনে করছে রাজনৈতিক মহল। সকাল সাতটার পর রাহুল পদযাত্রা করেন কোটার সঙ্গে সংযোগকারী সড়কে। ভারত জোড়ো যাত্রায় কংগ্রেসের সঙ্গীরা বিজেপির পতাকা লাগানো আলো ঝলমলে বাড়িটির দিকে তাঁর দৃষ্টি আকর্ষণ করেন। ওই বাড়ির ছাদের ধারে প্রচুর কর্মী-সমর্থক দাঁড়িয়েছিলেন।

ভবনটি বসুন্ধরা রাজের ছেলে বিজেপি সাংসদ দুষ্মন্ত সিংয়ের, যেটি বিজেপি অফিসে রূপান্তরিত হয়েছে। একেবারে ডানদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ছবি সম্বলিত বিশাল সাইনবোর্ড লাগানো রয়েছে। রয়েছে বসুন্ধরা রাজ ও দুষ্মন্ত সিংয়েরও ছবি। রাহুলককে সেই বিশাল ছবির দিকে চুমু ছুড়তে দেখা যায়। বাকি সঙ্গীদের চুমু ছুড়তে বলেন রাহুল। তাঁর সঙ্গী কংগ্রেস নেতা শচীন পাইলট ও মন্ত্রী রামলাল জাটকেও সেইদলে যোগ দিতে দেখা যায়। পরে বেলার দিকে মধ্যপ্রদেশে পদযাত্রা চলাকালীন একটি মলের ছাদে দাঁড়ানো একদল বিজেপি কর্মীদের মোদী মোদী স্লোগান দিতে শোনা যায়। সেসময় রাহুল তা দেখে তিনি বিজেপি কর্মীদের আরও জোরে স্লোগান দিতে বলেন। প্রবীণ নেতা জয়রাম রমেশকেও চুমু ছুড়তে বলেন রাহুল। পরে রমেশ বলেন এটা রাহুলের স্টাইল। এর মধ্যে অন্য কিছু খুঁজে দেখার চেষ্টা করা উচিত নয়। তাঁকে বিভিন্ন দল থেকে স্বাগত জানিয়েছে। এমনকী আরএসএসের এক কর্মীকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন।

You may also like