মহানগর ডেস্ক: নবী মহম্মদের বিয়ে নিয়ে বিতর্কিত মন্তব্য করে ইসলামিক দুনিয়ার চোখের বিষ হয়ে উঠেছেন বিজেপির (BJP) সাসপেন্ডেড নেত্রী নূপুর শর্মা (Nupur Sharma)। এই বিতর্কের মাঝে ইসলামিক পণ্ডিত আসিম আলহাকিম (Assim Alhakeem) বলেছেন, “এটা ১০০ শতাংশ সত্য যে, ৬ বছর বয়সী আয়েশাকে বিয়ে করেছিলেন হজরত মহম্মদ। এরপর যখন ৯ বছর বয়স হয় আয়েশার তখন তাঁর সঙ্গে বৈবাহিক সম্পর্ক গড়ে তুলেছিলেন নবী”।
আরও পড়ুন: মাঝ আকাশে বিমানে আগুন! তড়িঘড়ি জরুরি অবতরণ করানো হল প্লেনটিকে
মূলত সোশ্যাল মিডিয়ায় মাওলানা ফায়াজ উফ কানি নামে এক ব্যক্তি ইসলামিক পণ্ডিত আল হাকিমকে জিজ্ঞাসা করেন, “বলা হয়ে থাকে, হজরত মহম্মদ ৬ বছর বয়সী আয়েশাকে বিয়ে করেছিলেন। যখন আয়েশার ৯ বছর বয়স হয়, তখন তাঁর সঙ্গে বৈবাহিক সম্পর্ক গড়ে তুলেছিলেন। এটা কি সত্য?” তাতে পণ্ডিত সমর্থন জানিয়েছেন। প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মা জ্ঞানবাপী মসজিদ বিতর্ক চলাকালীন একটি টিভি শো-তে এসে নবী মহম্মদ সম্পর্কে মন্তব্য করেছিলেন। যার পর বিশ্বজুড়ে ইসলামপন্থী ও উগ্র মৌলবাদীদের কাছ থেকে মৃত্যুর হুমকি পেয়েছেন তিনি।

নবী মহম্মদকে নিয়ে ইসলামিক পণ্ডিতের টুইট
ইসলামিক পণ্ডিত আসিম আলহাকিম ২০১৬-র একটি টুইটে বলেছেন, আয়েশার বয়স যখন ৯ বছর তখন তিনি নবীর সঙ্গে এসেছিলেন। এদিকে একটি প্রতিবেদন অনুযায়ী, ‘Sahih al Bukhari’-তেও বলা হয়েছে, আয়েশার যখন বয়স ছিল ৬ বছর, তখন নবী তাঁকে বিয়ে করেছিলেন। এছাড়া আরও বেশকিছু বইতে এই নিয়ে লেখা রয়েছে।

ইসলাম বিশেষজ্ঞের টুইট
নেটমাধ্যমে যেই ইসলামিক পণ্ডিত এটিকে ১০০ শতাংশ সত্য বলেছেন, তিনি ইসলামি বিশ্বের অন্যতম প্রধান নেতা। টিভি এবং রেডিওর জন্য আরবি ও ইংরেজি উভয় ভাষায় ইসলামিক অনুষ্ঠান পরিচালনা করেন। প্রায়শই হুদা টিভি এবং জাকির নায়েকের পিস টিভিতে উপস্থিত হয়েছেন এই পণ্ডিত। ভাষাবিজ্ঞানে কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেছেন। গত ২০ বছর ধরে জেদ্দার একটি মসজিদে ইমাম হিসেবে কাজ করছেন। হজরত মহম্মদ নিয়ে তাঁর মন্তব্য চারিদিকে হইচই ফেলে দিয়েছে।