মহানগর ডেস্ক: ঠাকরে সরকারকে (Maharashtra Government) বিপদে ফেলা বিদ্রোহীদের জন্য নিরাপত্তা। এবার শিন্ডে শিবিরের (Eknath Shinde) ১৫ জন বিদ্রোহী বিধায়ককে সশস্ত্র কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এর Y+ ক্যাটাগররির (Y+ Security) নিরাপত্তা দেওয়া হয়েছে। এএনআই সূত্রে, রবিবার বিক্ষুব্ধ বিধায়কদের মধ্যে রমেশ বোরনারে, মঙ্গেশ কুডালকার, সঞ্জয় শিরসাট, লতাবাই সোনাওয়ানে, প্রকাশ সুরভে, সদানন্দ সরনাভঙ্কর, যোগেশ দাদা কদম, প্রতাপ সারনাইক, ইয়ামিনী যাদব, প্রদীপ জয়সওয়াল, সঞ্জয় দাদা ভুসে, দিলীপ ল্যান্ডে, বালাজি কল্যাণার, সন্দীপন ভুমারেকে Y+ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে।
সম্প্রতি বিধান পরিষদে বিজেপির কাছে হেরে ঠাকরে সরকারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেন একনাথ শিন্ডে। তারপর থেকেই উত্তাল মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি। দিন দিন নাটকীয় পরিস্থিতি তৈরি হচ্ছে মারাঠা রাজনীতিতে। সমাধানের দিকে যাওয়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। এরমধ্যে বিদ্রোহী শিবির পেয়েছে Y প্লাস ক্যাটাগরির নিরাপত্তা।
আরও পড়ুন: মধ্যপ্রদেশে সরকারি হাসপাতাল ফেরাল অন্তঃসত্ত্বাকে, পথেই প্রসব মৃত সন্তানের
বিক্ষুব্ধ নেতা শিন্ডে চায়, শিবসেনা এনসিপি ও কংগ্রেসের সঙ্গ ছেড়ে বিজেপির সঙ্গে মিত্রতা স্থাপন করুক। অন্যদিকে মহারাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য বিজেপিকেই দায়ী করছে বিরোধী দলগুলি। যদিও বা তা ভিত্তিহীন বলে দাবি করেছে, ভারতীয় জনতা পার্টি। তাদের কথায়, এই সংকটময় পরিস্থিতির জন্য তারা দায়ী নয়। সূত্র অনুযায়ী, গত রাতে গুজরাটের ভাদোদরায় বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে দেখা করেছেন শিন্ডে। দু’জন মহারাষ্ট্রের সম্ভাব্য শাসন পরিবর্তন নিয়ে আলোচনা করেছেন বলেই, জানা গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও গতকাল রাতে ভাদোদরায় ছিলেন।
এদিকে ঠাকরের সেনা কর্মীরা বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে ব্যানার লাগিয়ে, কিছু জায়গায় পাথর নিক্ষেপ করে ও অফিস ভাঙচুর করে বিক্ষোভ দেখিয়েছে। মারাঠি ভাষায় টুইট করে একনাথ শিন্ডে বলেছেন, ‘আমার প্রিয় শিবসেনা কর্মীরা এমভিএ সরকারের ষড়যন্ত্র বোঝার চেষ্টা করুন। আমি এই লড়াইয়ে নেমেছি সেনা কর্মীদের স্বার্থেই’।