মহানগর ডেস্ক: দৃশ্যটা যদি কেউ দেখেন, তাহলে মনে হতেই পারে আপনি বিয়ের শোভাযাত্রার ভিডিও দেখছেন। তাহলে আপনি কিন্তু মস্ত ভুল করবেন। এটা কোনওভাবেই ধনী মানুষের বিয়ের শোভাযাত্রা নয়। আসলে ভিডিওয় যা দেখছেন সেটা আসলে এক প্রতিবাদ মিছিল। যে মিছিল এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে চমকে দিয়েছে সবাইকে। আসল ঘটনাটা হল, বিদ্যুতের মাথা ঘুরিয়ে দেওয়া বিলের (Incredible Power Bill) প্রতিবাদ জানাতে হরিয়ানার বাসিন্দারা এমন আজব প্রতিবাদ-মিছিলে সামিল হয়েছেন। তারই ভিডিও ওটি। আসলে ২০১৯ সালে একটি বাড়ির দু কিলোওয়াট বিদ্যুৎ খরচের বিলের জন্য বিল এসেছিল একুশ লক্ষ টাকা। যা দেখে মাথায় হাত বাড়ির মালকিনের।
এরকম একটা অবিশ্বাস্য বিদ্যুতের বিলের প্রতিবাদে দফতরের সামনে তাই বিয়েবাড়ির শোভাযাত্রা করেন বাসিন্দারা। বিদ্যুৎকর্মীদের অপদার্থতার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে বিশাল শোভাযাত্রা করে বাজানো হয় ঢাক। বিতরণ করা হয় ঢালাও মিষ্টি। সুমনা দেবী সন্তনগরে একটি পঁয়ষট্টি স্কোয়ার মিটারের ছোট্ট একচিলতে বাড়িতে থাকেন। বিপুল অঙ্কের বিল দেখে কী করবেন ভেবে পাননি। বিলের মস্ত ভুল শোধরাতে তিন বছর ধরে উত্তর হরিয়ানা বিজলি বিত্রন নিগমের এক টেবিল থেকে আরেক টেবিলে মাথা খুঁড়ে মরেছেন। কিন্তু কোনও জায়গা থেকে কোনও উত্তর পাননি। দরবার করতে করতে জেরবার সুমন দেবী এরপর অভিনব পন্থা নেন প্রতিবাদ জানানোর। এলাকার বাসিন্দাদের জোগাড় করে মিষ্টি বিতরণ করেন। তাঁরা ঢাক বাজিয়ে বিদ্যুৎ বিভাগের কর্তাদের কানের পোকা বার করে দিয়েছেন, যাতে তাঁর পাহাড়প্রমাণ বিল শোধরানো যায়।