মহানগর ডেস্ক: অর্থাভাবে পরিস্থিতি দুর্বিষহ হয়ে উঠেছে দীপরাষ্ট্রে। প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন মাহিন্দা রাজাপক্ষে। অন্যদিকে এই সংকটময় পরিস্থিতিতে রাষ্ট্রপতি ভবন ছেড়ে দিয়েছেন গোতাবায়া রাজাপক্ষে। জল্পনা শুরু হয়, শ্রীলঙ্কায় সেনা পাঠাতে পারে ভারত (India)। কিন্তু এদিন বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে, যতই খারাপ পরিস্থিতি হোক না কেন শ্রীলঙ্কার (Sri Lanka) মানুষের পাশে আছে ভারত। সেদেশে সেনা পাঠানোর কোনও পরিকল্পনা নেই এদেশের।
সোমবার কলম্বোর ভারতীয় হাইকমিশন জানিয়েছে, “সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়েছে শ্রীলঙ্কায় সেনা পাঠাচ্ছে ভারত। এই জল্পনা সত্যি নয়। দ্বীপরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারত সরকারের ভাবনার সঙ্গে এই খবরের কোনো যোগসূত্র নেই”। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারত শ্রীলঙ্কার মানুষের পাশে রয়েছে। তারা গণতান্ত্রিক মূল্যবোধের মাধ্যমে দেশের উন্নতি চাইছেন।
আরও পড়ুন: ‘গরম রড ঢুকিয়ে ধর্ষণ করা উচিত’, কালী বিতর্কে পরিচালিকাকে ফের হুমকি
প্রসঙ্গে অরিন্দম বাগচি বলেছেন, ভারত ও শ্রীলঙ্কা নিকট প্রতিবেশী। সেখানকার মানুষ বর্তমানে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। গোটা বিষয়ে গভীর নজর রয়েছে ভারতের। শনিবার কলম্বোর রাজপথে হাজার হাজার মানুষের প্রতিবাদ ও বিক্ষোভের ধাক্কায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দ্বীপরাষ্ট্রে। এমনকি রাষ্ট্রপতি ভবনে ঢুকে পড়েছে বিক্ষুব্ধ জনতা। প্রাসাদ ছেড়েছেন প্রেসিডেন্ট রাজাপক্ষে। এর মাঝে গতকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিছু ভিডিও। যেখানে দেখা গিয়েছে, প্রাসাদ থেকে উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকা। বিক্ষোভকারীদের টাকা গোনার একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।
এর পরেই প্রশ্ন উঠেছে, যখন দেশ অর্থাভাবে ভুগছে তখন রাষ্ট্রপতি ভবনে এত টাকা এলো কোথা থেকে? এহেন পরিস্থিতিতে শ্রীলঙ্কায় সেনা পাঠানোর খবর ভিত্তিহীন বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।