Home Featured India on Russia in UNGA: আলবেনিয়া প্রস্তাবে নাম নেই ভারতের! রাশিয়ার বিরুদ্ধে আবারও ভোট দানে বিরত দেশ

India on Russia in UNGA: আলবেনিয়া প্রস্তাবে নাম নেই ভারতের! রাশিয়ার বিরুদ্ধে আবারও ভোট দানে বিরত দেশ

by Arpita Sardar

মহানগর ডেস্ক: আবারও রাষ্ট্রসংঘের সাধারণ সভায় রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া থেকে বিরত থাকল ভারত। ভোট না দেওয়ার কারণ হিসাবে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ জাতীয় অবস্থানের সুরক্ষার যুক্তিকে খাঁড়া করেছে।
কিন্তু একদিন আগেই রাষ্ট্রসংঘের সাধারণ সভায় রাশিয়ার প্রস্তাবের বিরুদ্ধেই ভোট দেয় ভারত। তবে সরাসরি রাশিয়ার বিরুদ্ধে ভোটদান থেকে ভরতের বিরত থাকার ঘটনা ভাবাচ্ছে অন্যান্য দেশকে। যদিও এই অবস্থান প্রসঙ্গে ভারত সাফ জানিয়েছে, ধারাবাহিকতা বজায় রেখেই এই পদক্ষেপ। যদিও ইউক্রেনের উপর রাশিয়ার এই অনৈতিক আক্রমণ প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছে ভারত।

উল্লেখ্য, সম্প্রতি ইউক্রেনের জাপোরিজিয়া, ডনেৎস্ক, লুহানস্ক এবং খেরসন -এই চারটি অঞ্চলকে অবৈধ ভাবে গণভোট করিয়ে নিজেদের কুক্ষিগত করেছে পুতিন। এমনকি সেগুলি নিজেদের অংশ বলে রাশিয়ার ম্যাপে যুক্ত করা হয়েছে। যে সংযুক্তিকরণের বিষয়টিকে নিন্দা জানিয়ে বিরোধী মূলক খসড়া প্রস্তাব করেছিল আলবেনিয়া। সেই প্রস্তাবের প্রেক্ষিতেই ভোটদান করে ১৪৩টি দেশ এবং বিপক্ষে ভোট পড়ে মাত্র ৫টি। সেই ভোট না পড়া দেশের তালিকায় নাম রয়েছে ভারতের। এমনকি ১৯৩ সদস্যের সাধারণ সভায় ভারত সহ ৩৫টি দেশ এই ভোটদান থেকে বিরত থাকে।

রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ ভোটদান থেকে বিরত থাকার প্রসঙ্গে বলেছেন, এই সিদ্ধান্ত আমাদের সুচিন্তিত জাতীয় অবস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাছাড়া এই ক্ষেত্রে আরও কিছু সমস্যা রয়েছে যা এই রেজোলিউশনে পর্যাপ্তভাবে বলা হয়নি। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দ্ব্যর্থহীনভাবে এর আগে উজবেকিস্তান সামিটে পুতিনের সাথে বৈঠকেই জানিয়েছিলেন, এটি যুদ্ধের সময় হতে পারে না। আলোচনা এবং কূটনীতির মাধ্যমে সমস্যার শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করাই শ্রেয়। এই দৃঢ় সংকল্পের সাথেই ভারত ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।’

You may also like