মহানগর ডেস্কঃ স্মার্টফোন রপ্তানিতে জোয়ার এসেছে ভারতের বাজারে। চলতি বছরে এপ্রিল থেকে অক্টোবর মাসের মধ্যে ভারত থেকে ৫০০ কোটি স্মার্ট ফোন রপ্তানি হয়েছে। পরিসংখ্যান বলছে, ২০২১ সালের তুলনায় চলতি বছরের রপ্তানির পরিমাণ দ্বিগুণ। ওই বছর ভারত থেকে স্মার্ট ফোন রপ্তানি হয়েছিল ২.২ কোটি। SAMSUNG ও APPLE –এর মত জনপ্রিয় স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলি ভারতে উৎপাদন করে বিশ্বের বিভিন্ন দেশে ফোন বিক্রি করার সিদ্ধান্তের কারণেই দেশের বাজারে স্মার্ট ফোন রপ্তানিতে এসেছে বিপুল গতি।
বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমানে যে গতিতে ভারত থেকে স্মার্ট ফোন রপ্তানি হচ্ছে তাতে চলতি বছর ডিসেম্বরের মধ্যেই ২০২১-২২ অর্থবর্ষে যে পরিমাণ স্মার্ট ফোন রপ্তানি করা হয়েছিল তা ছাড়িয়ে যাবে। ২০২২-২৩ অর্থ বর্ষের শেষে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্ট ফোন বাজার থেকে প্রায় ৯০০ কোটি স্মার্ট ফোন রপ্তানি হতে পারে। ইতিমধ্যেই চলতি আর্থিক বছরে ভারত থেকে ৫৮০ কোটি স্মার্ট ফোন রপ্তানি হয়েছে।
চলতি বছরের সেপ্টেম্বরে রেকর্ড পরিমাণ স্মার্ট ফোন রপ্তানি করেছিল ভারত। সেই মাসে মোট ১০০ কোটি স্মার্ট ফোন ভারত থেকে রপ্তানি করা হয়েছিল। অক্টোবরে সেই সংখ্যা কিছুটা কমে দাঁড়িয়েছিল ৯০ কোটিতে। বিশ্ব অর্থনীতিতে বৃদ্ধির গতি কমার জন্যই অক্টোবরে স্মার্ট ফোনের চাহিদা কমেছিল। যার প্রভাব পড়েছিল রপ্তানিতে।
ভারতে মোবাইল ফোন রপ্তানির প্রায় প্রায় ৯০ শতাংশ APPLE SAMSUNG। iPhone 12, iPhone 13, iPhone 14 এর মত মডেলগুলি ছাড়াও ভারত থেকে রপ্তানি করা হয় Galaxy M Galaxy A সিরিজের ফোন গুলি।
ভারতের স্মার্ট ফোনের উৎপাদন ও রপ্তানিতে বড় সাফল্যের কথা টুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারত উৎপাদন দুনিয়ায় এগিয়ে যাচ্ছে।