Home Featured Postal Circle Recruitment 2022: মাধ্যমিক পাশে পোস্ট অফিসে চাকরী! ১ লক্ষ শূন্যপদে রাজ্যজুড়ে কর্মী নিয়োগ চলছে

Postal Circle Recruitment 2022: মাধ্যমিক পাশে পোস্ট অফিসে চাকরী! ১ লক্ষ শূন্যপদে রাজ্যজুড়ে কর্মী নিয়োগ চলছে

by Arpita Sardar

মহানগর ডেস্ক: আপনি কি একজন সরকারি চাকরি প্রার্থী? বেশ অনেক দিন ধরেই ভালো সুযোগের অপেক্ষায় রয়েছেন? তাহলে আপনার জন্য রয়েছে বিশেষ নিয়োগের সুখবর।ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে এবার অগণিত শূন্যপদে নেওয়া হচ্ছে কর্মী। মেলগার্ড, পোস্টম্যান থেকে শুরু করে মাল্টি টাস্কিং স্টাফ ইত্যাদি পদের জন্য আবেদন জানাতে পারেন। সব থেকে বড় কথা হলো ন্যুনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় বিভিন্ন জেলা প্রান্ত থেকে যেকেউ এখানে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। তবে আসুন আর দেরি না করে জেনে নেওয়া যাক নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি।

আবেদন পদ্ধতি: এখানে আবেদন করতে গেলে আপনাকে অনলাইনে মাধ্যমে সহজেই আবেদন করতে হবে।
১. সেক্ষেত্রে সবার প্রথমে আপনাকে নিয়োগের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে
২. তারপর আপনার যাবতীয় তথ্য দিয়ে সেখানে সুন্দর ভাবে রেজিস্ট্রেশন করতে হবে
৩. নিজের সঙ্গে অবশ্যই একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি রাখবেন।
৪. এরপর আবেদনপত্রে উল্লিখিত (আবেদনকারীর নাম, বাবার নাম, বয়স, লিঙ্গ, কাস্ট স্ট্যাটাস, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর এবং ইমেল আইডি ইত্যাদি) নিজের যাবতীয় তথ্য দিয়ে পত্রটি পূরণ করতে হবে।
৫. অবশ্যই নিজের সম্প্রতি তোলা একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো দিয়ে নিচে একটি সিগনেচার করে দিতে হবে। সঙ্গে দিয়ে দিতে হবে সেল্ফ অ্যাটেস্টেট সহ যাবতীয় নথির স্ক্যান কপি (Attached scan copy of your all documents with application form)।
৬. সব শেষে ওই তথ্য যুক্ত ডিজিটাল আবেদন পত্রটি সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদনের কাজ সম্পন্ন হবে।

কি কি ডকুমেন্ট আবশ্যক: এই পদে আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে সঙ্গে রাখতে হবে-
১. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট।
২. স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আঁধার কার্ড
৩. শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
৪. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
৫. কাজের অভিজ্ঞতা (Work experience certificate) যদি থাকে।
৬. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং স্বাক্ষর।
৭. বৈধ একটি মোবাইল নম্বর এবং ইমেল আইডি।

নিয়োগকারী সংস্থা ও নিয়োগ স্থান: দেশের অন্যতম সরকারি সংস্থা তথা ভারতীয় ডাক (India Post) এর তরফ থেকে ২৩ টি পোস্ট সার্কেলে কর্মীদের নিযুক্ত করা হবে।

পদের নাম: পোস্ট অফিসের এই সুবিশাল নিয়োগে (Post Office Recruitment 2022) সব মিলিয়ে পোস্টম্যান, মেলগার্ড এবং মাল্টি টাস্কিং স্টাফ তথা MTS-এই তিন ধরনের পদে নেওয়া হচ্ছে কর্মী।

মোট শূন্যপদ: সরকারি এই পোস্ট বিভাগের নিয়োগ (Govt Recruitment 2022) এ ১ লক্ষের কাছাকাছি শূন্যপদে কর্মী নেওয়া হবে। এর মধ্যে মেলগার্ড পদে ১৪৪৫ জন, পোস্টম্যান পদে ৫৯,০৯৯জন, MTS পদে ৩৭,৫৩৯ জন কর্মী নেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা: আপনি যদি একজন আবেদনকারী হতে চান তাহলে অবশ্যই কোন স্বীকৃত ভোট দ্বারা পরিচালিত স্কুল থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করতেই হবে। তবে উচ্চ শিক্ষিতদের জন্য আবেদন যোগ্য বলে বিবেচিত হবে।

প্রার্থীর বয়সসীমা: পোস্টাল সার্কেল এর নিয়োগ (Postal Circle Recruitment 2022) এ আবেদনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর। সর্বোচ্চ ৩২ বছরের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।

আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট:
https://www.indiapost.gov.in/VAS/Pages/IndiaPostHome.aspx

You may also like