মহানগর ডেস্ক: এই মুহূর্তে দুর্গাপুজো, নবরাত্রির আনন্দে মাতোয়ারা গোটা দেশ। সামনেই আবার ছটপুজো, তারপরে দীপাবলি, কালীপুজো, ভাইফোঁটা, লক্ষ্মী। উৎসবের মরশুমে উদ্বেগ বাড়াচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা-গ্রাফ (India Covid-19)।
বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৮,৯৮৭ জন। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লাখ ২০ হাজার ৭৩০ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গিয়েছেন ২৪৬ জন। দেশে করোনার মোট মৃত্যুর সংখ্যা ৪ লাখ ৫১ হাজার ৪৩৫ জন।
গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ৮০৮ জন। দেশে মোট ৩ কোটি ৩৩ লাখ ৬২ হাজার ৭০৯ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬ হাজার ৫৮৬ জন। সুস্থতার হার ৯৮.০৭ শতাংশ।
বুধবার দেশজুড়ে ১৩ লাখ এক হাজার ৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখনও পর্যন্ত দেশে মোট ৫৮ কোতি ৭৬ লাখ ৬৪ হাজার ৫২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
করোনাকে রুখতে ব্যাপকহারে টিকাকরণকে অস্ত্র হিসেবে দেখছে সরকার। ইতিমধ্যেই দেশের ৯৬ কোটি ৮২ লাখ ২০ হাজার ৯৯৭ জনকে টিকাকরণ করা হয়েছে।
India reports 18,987 new COVID-19 cases in last 24 hours
Also Read:
Arvind Kejriwal: এবার পাঞ্জাবে ক্ষমতায় আসতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাল আম আদমি পার্টি
Bagdah: ‘সবাই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবেন,’ ঘাসফুল শিবিরে যোগ দিয়ে বললেন বাগদার বিজেপি নেত্রী
Covaxin: শিশু-কিশোরদের জন্য কোভাক্সিন ব্যবহারের ছাড়পত্র দিল বিশেষজ্ঞ কমিটি