মহানগর ডেস্ক: ফের মুর্শিদাবাদে ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর ঘটনা। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মৃত্যু হল সুতির এক প্রৌঢ়ার। সূত্রের খবর, গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। প্রথমে তাঁকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাঁর রক্তপরীক্ষায় মেলে ডেঙ্গি সংক্রমণ। এরপর তাঁকে স্থানান্তর করা হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। kintu শেষ রক্ষা হল না। চিকিৎসারত অবস্থায় মারা যান প্রৌঢ়া, ওই মৃতার নাম আরতি সাহা।
স্থানীয় সূত্রের খবর, মুর্শিদাবাদের দফাহাটের বাসিন্দা ৫০ বছরের আরতি বেশ কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিলেন। বিভিন্ন অঙ্গে ব্যথা ছিল তাঁর। এরপর শুক্রবার তাঁকে মহিষাইল ব্লক প্রাথমিক হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। রক্তপরীক্ষায় ডেঙ্গি ধরা পড়তেই রবিবার তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জঙ্গিপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গির উল্লেখ করেছেন।
রাজ্যের ডেঙ্গির বাড়বাড়ন্ত, সবথেকে বেশি মুর্শিদাবাদ। এখনও অনেকেই জ্বরে ভুগছেন। তার মধ্যে ডেঙ্গি আক্রান্তদের মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছে এলাকায়। চলতি মরসুমে ডেঙ্গি আক্রান্তের নিরিখে প্রথমে রয়েছে উত্তর ২৪ পরগনা, এরপর মুর্শিদাবাদ। সংক্রমণের বিচারে চতুর্থ স্থানে রয়েছে নদিয়া।