Home National হাইওয়ের পাশে ৩০০ ফুট গভীর খাদে উল্টে গেল যাত্রীবাহী গাড়ি, মৃত ১০

হাইওয়ের পাশে ৩০০ ফুট গভীর খাদে উল্টে গেল যাত্রীবাহী গাড়ি, মৃত ১০

by Shreya Maji
132 views

মহানগর ডেস্ক:  ভয়াবহ দুর্ঘটনা। শ্রীনগর-জম্মু  হাইওয়েতে একটি যাত্রীবাহী গাড়ি  একটি  খাদে পড়ে ১০ জনের মৃত্যু হয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকারী দল উদ্ধার কাজে নেমেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, রাত দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটে এবং গাড়িটি রামবান জেলার ব্যাটারি চেশমা নামক জায়গায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়।  হতাহতরা পরিযায়ী শ্রমিক বলেই জানা গিয়েছে। তাঁরা  শ্রীনগর যাচ্ছিলেন। প্রবল বৃষ্টির মধ্যে, মৃতদেহ উদ্ধারের জন্য রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীরা এবং পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে।  মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং বলেছেন যে নিহতদের পরিবারকে সমস্ত সহায়তা দেওয়া হবে।

 লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “রামবনে দুর্ভাগ্যজনক সড়ক দুর্ঘটনার কথা জানতে পেরে গভীরভাবে মর্মাহত, যাতে মূল্যবান প্রাণ হারিয়েছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আমি জেলা প্রশাসন ও ডিভি কমকে নির্দেশ জারি করেছি, নিয়ম অনুযায়ী সব ধরনের সহায়তা দেওয়ার জন্য। ভুক্তভোগীদের আত্মীয়।”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved