Home National শিবকাশীতে দুটি বাজির কারখানায় বিস্ফোরণে মৃত্যু ১১ জনের, আহত ২

শিবকাশীতে দুটি বাজির কারখানায় বিস্ফোরণে মৃত্যু ১১ জনের, আহত ২

by Mahanagar Desk
3 views

মহানগর ডেস্ক: তামিলনাড়ুর শিবকাশীতে দু’টি বাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণে মৃত কমপক্ষে ১১ জন। যাদের মধ্যে ন’জন মহিলা। এই ঘটনায় দুজন গুরুতর জখম হয়েছেন। আহতদের ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সংবাদমাধ্যম ‘এনডিটিভি’-র প্রতিবেদন অনুযায়ী, বাজির নমুনা পরীক্ষা করার সময় এই বিস্ফোরণটি ঘটেছে।

এদিকে পুলিশ সূত্রে খবর, যে দুটি দোকানে বিস্ফোরণ ঘটেছে, তাদের বাজি বিক্রির বৈধ লাইসেন্স ছিল। তাহলে কী ভাবে বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তিনি মৃতদের পরিবারের জন্যে তিন লক্ষ টাকা অনুদানের কথাও ঘোষণা করেছেন।

এক সপ্তাহ আগেই ১০ অক্টোবর তামিলনাড়ুর আরিয়ালুর জেলার ভিরাগালুর গ্রামে একটি বাজি কারখানায় বিস্ফোরণে নিহত হয়েছিলেন ১১ জন এবং আহত হয়েছিলেন ১৫ জন। ঘটনার কয়েক ঘণ্টা পরেই ওই কারখানার মালিককে পুলিশ গ্রেফতার করে।

You may also like