Home National লক্ষ্মীবারে ভয়াবহ দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা ট্রাকে টাটা সুমোর ধাক্কায় মৃত ১২

লক্ষ্মীবারে ভয়াবহ দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা ট্রাকে টাটা সুমোর ধাক্কায় মৃত ১২

by Shreya Maji
2 views

মহানগর ডেস্ক: লক্ষ্মীবারে মর্মান্তিক দুর্ঘটনা।  বৃহস্পতিবার সকালে কর্ণাটকের চিক্কাবাল্লাপুর জেলায় একটি সড়ক দুর্ঘটনায়  প্রায় ১২ জনের মৃত্যু হয়েছে।  একজন গুরুতর আহত হয়েছেন বলেই জানিয়েছে পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুসারে বেঙ্গালুরু-হায়দরাবাদ জাতীয় সড়ক ৪৪-এ সকাল ৭.১৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে।দুর্ঘটনার প্রসঙ্গে পুলিশ জানিয়েছে যে একটি টাটা সুমো গাড়ি হাইওয়েতে একটি ট্রাককে ধাক্কা দেয়, যার পরে ঘটনাস্থলেই  ১২ জন মারা যায়। আহত একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায়  মৃতরা অন্ধ্রপ্রদেশের পেনকোন্ডা জেলার বাসিন্দা।

প্রাথমিক তদন্তে জানা  গিয়েছে গাড়িটি বাগেপল্লী থেকে বেঙ্গালুরু যাচ্ছিল এবং ঘন কুয়াশার কারণে গাড়ির চালক রাস্তার পাশে পার্ক করা ট্রাকটিকে  দেখতে  পায়নি।  যিনি গুরুতর আহত হয়েছেন  তিনি নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সূত্র জানিয়েছে ঘটনাস্থলেই মারা যাওয়া ১২ জনের মধ্যে চারজন মহিলা রয়েছে।

You may also like