Home National ভয়াবহ দুর্ঘটনা , পিকআপ ভ্যান উল্টে মৃত ১৪, আহত ২১

ভয়াবহ দুর্ঘটনা , পিকআপ ভ্যান উল্টে মৃত ১৪, আহত ২১

  দুর্ঘটনার সম্মুখীন হওয়া ব্যক্তিরা একটি সাধের অনুষ্ঠান থেকে  ফিরছিলেন। 

by Shreya Maji
91 views

মহানগর ডেস্ক:  ঝাড়খন্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পরেই দেশে আরও এক বড় দুর্ঘটনা।  একটি পিকআপ গাড়ি উল্টে  প্রায় ১৪ জনের মৃত্যু হয়েছে এবং ২১ জন আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে দুর্ঘটনাটি ঘটেছে  মধ্যপ্রদেশের ডিন্ডোরি জেলায় । চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায়  দুর্ঘটনাটি ঘটেছে।  পুলিশ জানিয়েছে, ডিন্ডোরি  জেলার শাহপুরা থানার আওতাধীন এলাকায় এই ঘটনাটি ঘটে যখন  দুর্ঘটনার সম্মুখীন হওয়া ব্যক্তিরা একটি সাধের অনুষ্ঠান থেকে  ফিরছিলেন।  ঘটনার পর পুলিশ ও অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আহতদের শাহপুরার কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করে যেখানে তারা চিকিৎসা চলছে।  মৃতদের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
 দুর্ঘটনার  পর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব নিহতদের পরিবারকে ৪ লাখ  টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।  আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।  ” মুখ্যমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে,  “মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব ডিন্ডোরি জেলায় একটি যানবাহন দুর্ঘটনায় বহু মূল্যবান মানুষের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন যেন মৃত আত্মার শান্তি দেন এবং পরিবারের সদস্যদের এই ঝড় সহ্য করার শক্তি দেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঘটনায় আহতদের প্রত্যেকের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। আহতদের যথাযথ চিকিৎসার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্ত্রিসভা মন্ত্রী শ্রীমতি সম্পাতিয়া উইকে ডিন্ডোরিতে পৌঁছেছেন।”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved