HomeNational"১৪০ কোটি ভারতীয়..., এই বলেই বিশ্বকাপ শুরুর আগে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী...

“১৪০ কোটি ভারতীয়…, এই বলেই বিশ্বকাপ শুরুর আগে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর

- Advertisement -

মহানগর ডেস্ক: আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা, তার পরেই শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার খেলা। তৃতীয় বার বিশ্বকাপ জয়ই মেন ইন ব্লু’র পাখির চোখ।   প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার আহমেদাবাদে বহুল প্রত্যাশিত ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপ ঈ২০২৩ ফাইনালের আগে টিম ইন্ডিয়াকে  তাঁর শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী মোদী একটি টুইট করেছেন। নমো তাঁর এক্স  হ্যান্ডেলে লিখেছেন, ” অল দ্যা বেষ্ট টিম ইন্ডিয়া!  ১৪০ কোটি ভারতীয় তোমাদের জন্য উল্লাস করছে।  তোমরাও উজ্জ্বল হয়ে  ওঠ, ভাল খেলো এবং  খেলার মাঠে উত্তেজনা ও মনোবল বজায় রাখো।”

টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার ক্যপাটেন প্যাট কামিন্স।  অর্থাৎ প্রথমে ব্যাট করবে রোহিত শর্মার টিম ইন্ডিয়া।  যত সময় যাচ্ছে  ততই চড়ছে উত্তেজনার পারদ। তবে শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন গোটা দেশের মানুষই ভারতের জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

Most Popular