Home National চাকরি দেওয়ার নামে ১ কোটি টাকা হাতিয়ে পুলিশি জালে ২ অভিযুক্ত

চাকরি দেওয়ার নামে ১ কোটি টাকা হাতিয়ে পুলিশি জালে ২ অভিযুক্ত

by Mahanagar Desk
3 views

মহানগর ডেস্ক: গত শুক্রবার কর্ণাটক পুলিশ একটি জাল সেনা নিয়োগ কেলেঙ্কারি ফাঁস করেছে। যারা প্রায় ১৫০ জন সশস্ত্র বাহিনীর প্রার্থীর কাছ থেকে প্রায় ১ কোটি টাকা হাতিয়েছে। ঘটনাটি জানতে পেরে কর্ণাটক পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার (২০ অক্টোবর) ওই জাল কেলেঙ্কারি দলকে আটক করেছে। সূত্রের খবর, বেঙ্গালুরুতে ভারতীয় সেনাবাহিনীর মিলিটারি ইন্টেলিজেন্স ইউনিটের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়েছিল। এই অভিযানের ফলে কেলেঙ্কারির সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা দুজনেই প্রায় ১৫০ জনকে প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন যে, তাঁরা ভারতীয় সশস্ত্র বাহিনীতে তাঁদের চাকরি দেবেন।

এ জন্য দুজনে দেড়শ জনের কাছ থেকে প্রায় ১ কোটি টাকা আদায় করেন। প্রত্যাশীদের মধ্যে থেকে একজন পুলিশে অভিযোগ দায়ের করার পরে কেলেঙ্কারিটি ফাঁস হয়ে যায়। গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। দু’জনের কাছে জাল পরিচয়পত্র ও নকল সেনা নিয়োগ সংক্রান্ত নথি পাওয়া গিয়েছে।

You may also like