Home National জম্মুতে বিনা প্ররোচনায় পাক সেনার চালানো গুলিতে আহত দুই BSF জওয়ান

জম্মুতে বিনা প্ররোচনায় পাক সেনার চালানো গুলিতে আহত দুই BSF জওয়ান

by Shreya Maji
3 views

মহানগর ডেস্ক: পাকিস্তান সর্বদাই ভারতের ক্ষতির জন্য মুখিয়ে রয়েছে। সুযোগ পেলেই ভারতীয় সেনার উপর হামলা থেকে শুরু করে জঙ্গি অনুপ্রবেশ কিছুই বাদ দেয় না। বুধবার সেনা আধিকারিকরা জানিয়েছেন, আন্তর্জাতিক সীমান্তে সীমান্ত রক্ষীদের উপর পাকিস্তান রেঞ্জার্স “বিনা উস্কানিতে গুলি চালানোর পরে” দুই বিএসএফ কর্মী আহত হয়েছেন।

বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮.১৫ মিনিটে পাকিস্তান রেঞ্জার্স আর্নিয়া সেক্টরের বিক্রম পোস্টে ভারতীয় সেনাদের উপর গুলি চালায়। এর পরেই  বিএসএফ জওয়ানরা পাল্টা গুলি চালায়। বিবৃতিতে বলা হয়েছে পাক সেনার এই হঠাত চালানো গুলিতে দুই বিএসএফ কর্মী গুলিতে আহত হয়েছেন এবং অবিলম্বে তাদের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে।  এই গুলি বর্ষণ নিয়ে পাকিস্তান সেনার থেকে জবাব  চাওয়া হবে এবং তীব্র প্রতিবাদ জানানো হবে।

সূত্র  জানিয়েছে যে,  ইকবাল ও খান্নরের বিপরীত পাকিস্তানি পোস্ট থেকে দুই বিএসএফ জওয়ানকে লক্ষ্য করে একটি স্নাইপার ব্যবহার করা হয়েছিল।  তারা জানান, গুলি চালানোর সময় তারা পোস্টের কাছে কিছু বিদ্যুতায়নের কাজে নিয়োজিত ছিল। উল্লেখ্য, ভারত ও পাকিস্তান ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি একটি যুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষর করেছিল, যেখানে উভয় দেশ জম্মু ও কাশ্মীর এবং অন্যান্য সেক্টরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর যুদ্ধবিরতির সমস্ত চুক্তি কঠোরভাবে পালন করতে সম্মত হয়েছিল। কিন্তু তার পরেই পাকিস্তান এই ঘটনা ঘটাল।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved