HomeNationalইডির স্ক্যানারে এবার জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বনগাঁর ২ ব্যবসায়ী, আটাকলে হানা দিল তদন্তকারীরা 

ইডির স্ক্যানারে এবার জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বনগাঁর ২ ব্যবসায়ী, আটাকলে হানা দিল তদন্তকারীরা 

- Advertisement -

মহানগর ডেস্ক: ফের তৎপর ‘ইডি’ রেশন দুর্নীতি মামলার তদন্তে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে জ্যোতিপ্রিয় মল্লিক ‘ঘনিষ্ঠ’ বনগাঁর দুই ব্যবসায়ী।তদন্তকারীরা হানা দেয় তাঁদের বাড়ি এবং রাইস মিলে।তখন সকাল ৬টা হবে ঘড়ির কাঁটায়। বনগাঁর কালুপুরের রাধাকৃষ্ণ ফ্লাওয়ার মিলে প্রায় কাকভোরে হানা দেয় ইডি। ওই মিলের মালিক মন্টু সাহা এবং কালী সাহা।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বনগাঁর কোরার বাগানের ব্যবসায়ীদের বাড়িতেও যায়।ওই দুই ব্যবসায়ী প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ‘ঘনিষ্ঠ’ বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, রাধাকৃষ্ণ ফ্লাওয়ার মিল থেকে রেশনে আটা এবং চাল যেত। তাই রেশন দুর্নীতির শিকড় খুঁজতে ওই আটাকলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিয়েছে বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য,বনগাঁর পাশাপাশি নদিয়ার রানাঘাটে ব্যাপক তল্লাশি ইডির। নিতাই ঘোষ নামে এক ব্যবসায়ী চালকলে হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। প্রায় কাকভোর থেকে সেখানেও চলছে তল্লাশি। উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে প্রথমে ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেপ্তার করে ইডি। সূত্রের খবর, জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উঠে আসে জেরায় একাধিকবার।

আর জ্যোতিপ্রিয় মল্লিক সেই সূত্র ধরেই গ্রেপ্তার হন।তবে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী ঠিক কীভাবে রেশন দুর্নীতিতে জড়িত, তা এখনও স্পষ্ট নয়। যদিও নিজেকে বারবারই নির্দোষ বলে দাবি করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। সেই তথ্যের খোঁজে কার্যত মরিয়া কেন্দ্রীয় এজেন্সি। সে কারণেই একাধিক জায়গায় তল্লাশি লেগে রয়েছে দফায় দফায়।

Most Popular