HomeNationalমহারাষ্ট্রে পণ্যবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঘুরে গেল ১১ টি এক্সপ্রেসের গতিপথ

মহারাষ্ট্রে পণ্যবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঘুরে গেল ১১ টি এক্সপ্রেসের গতিপথ

- Advertisement -

মহানগর ডেস্ক: মহারাষ্ট্রে পণ্যবাহী ট্রেনের ২ টি বগি লাইনচ্যুত হওয়ায় ৪ টি এক্সপ্রেস ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। রবিবার মহারাষ্ট্রের কাসারা রেলওয়ে স্টেশনের কাছে একটি পণ্য ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। যার ফলে আটটি এক্সপ্রেস ট্রেনের চলাচল ব্যাহত হয়েছে, যার মধ্যে চারটি ট্রেনকে ডাইভার্ট করা হয়েছে।

রবিবার মহারাষ্ট্রের কাসারা রেলওয়ে স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে। কাসারা থেকে ইগতপুরী ডাউনলাইনে মেল এক্সপ্রেস ট্র্যাফিক এবং মাঝামাঝি লাইন প্রভাবিত হয়েছে বলে সেন্ট্রাল রেলওয়ে জানিয়েছে। তবে ইগতপুরী থেকে কাসারা আপ লাইনের মধ্যে যান চলাচলে কোনো প্রভাব পড়েনি। যে আটটি যাত্রীবাহী ট্রেনের চলাচল ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি হল– ২২৬১ মুম্বাই সিএসএমটি (ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস)- আসানগাঁও স্টেশনে হাওড়া এক্সপ্রেস, ঘাটকোপার স্টেশনে 12105 সিএসএমটি-গোন্দিয়া বিদর্ভ এক্সপ্রেস, 11401 মুম্বাই সিএসএমটি-আদিলাবাদ নন্দীগ্রাম এক্সপ্রেস ওম্বারমাল্লি স্টেশনে, ভিক্রোলি স্টেশনে CSMT মনমাদ পঞ্চবটি এক্সপ্রেস, 17612 CSMT নন্দে এক্সপ্রেস, 12137 CSMT ফিরোজপুর পঞ্জাব মেল এক্সপ্রেস, 12173 LTT প্রতাপগড় এক্সপ্রেস কাসারা স্টেশনে এবং 12289 CSMT নাগপুর দুরন্ত এক্সপ্রেস।

আটটি এক্সপ্রেস ট্রেনের মধ্যে চারটি হল- 17612 সিএসএমটি নান্দেড এক্সপ্রেস, 12105 সিএসএমটি গোন্দিয়া এক্সপ্রেস, 12137 সিএসএমটি-ফিরোজপুর পাঞ্জাব মেল এক্সপ্রেস এবং 12289টি সিএসএমটি নাগপুর দুরন্ত এক্সপ্রেসকে ডাইভার্ট করা হয়েছে। সেন্ট্রাল রেলওয়ের মতে, লাইনচ্যুত হওয়া সত্ত্বেও মুম্বাই শহরতলির ট্রেন পরিষেবাগুলি প্রভাবিত হয়নি।কল্যাণ ও ইগতপুরী থেকে দুটি দুর্ঘটনা ত্রাণ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

 

 

 

Most Popular