মহানগর ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনা। ন্যাশনাল হাইওয়ে-২-এ একটি ট্রাক ইলেকট্রিক-রিকশাকে ধাক্কা দিলে এক পরিবারের দুই সদস্য নিহত এবং তিনজন আহত হয়েছেন। বুধবার পুলিশ এমনটাই জানিয়েছে।
উত্তরপ্রদেশের ইটাওয়া জেলায় ন্যাশনাল হাইওয়ে-২-তে এই দুর্ঘটনা ঘটেছে। একদিলের এসএইচও দীপক কুমার জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে ট্রাকটি ই-রিকশাটিকে পেছনে ধাক্কা দিলে ইউনুস (৪৫) ও তার ১৩ বছরের ছেলে সোহেল নিহত হয়। আহতরা হলেন- রুখসার, কাসিম ও সেলিম। দীপক কুমার বলেছেন, পরিবারটি একডিল থেকে ইটাওয়াতে ফিরছিল যখন দুর্ঘটনাটি ঘটেছিল।
এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা হয়নি এবং তদন্ত চলছে। কিভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে বলেই জানানো হয়েছে। ট্রাকের স্প্রীড কত ছিল সেটাও দেখা হবে।