HomeNationalকানাডায় বিমান দুর্ঘটনায় মৃত ৩ পাইলটের মধ্যে একজন মুম্বই নিবাসী

কানাডায় বিমান দুর্ঘটনায় মৃত ৩ পাইলটের মধ্যে একজন মুম্বই নিবাসী

- Advertisement -

মহানগর ডেস্ক, মুম্বই: শুক্রবার কানাডায় একটি বিমান দুর্ঘটনায় নিহত তিনজনের মধ্যে একজন মুম্বইয়ের বাসিন্দা। ছেলের খবর পাওয়া মাত্রই ভেঙে পড়ে মুম্বইয়ের সেই পরিবার। তাঁদের ছোট ছেলে ছিল নিহত সেই ব্যক্তি। আর দুই প্রশিক্ষণার্থী পাইলট ছোট টুইন-ইঞ্জিনযুক্ত হালকা বিমানে ছিলেন- যেটি ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যাঙ্কুভারের কাছে চিলিওয়াকের স্থানীয় বিমানবন্দরের কাছে বিধ্বস্ত অবস্থায় পড়ে যায়।

নিহত পাইলটরা হলেন ভাসাইয়ের ২৫ বছর বয়সী অভয় গাডরু এবং সান্তাক্রুজের যশ বিজয় রামুগড়ে। অভয় তাঁর পাইলট প্রশিক্ষণের জন্য কানাডায় যাওয়ার আগে এভারশাইন এলাকার কৃষ্ণ বন্দন সোসাইটিতে থাকতেন। আর প্রতিবেশী, বৈভব গয়াল বলেছেন, আশেপাশের সবার সঙ্গেই অভয়ের খুব প্রিয় স্মৃতি আছে। কিন্তু তাঁর মৃত্যুর খবর গোটা সমাজকে শোকে নিমজ্জিত করেছে। মিঃ গোয়াল বলেছেন, “শনিবার সকাল ৫ টায় আমরা একটি ফোন পেয়েছি এবং তখনও বিশ্বাস করতে পারিনি যে অভয়ের সঙ্গে এমন কিছু ঘটেছে। তাঁর ভাই চিরাগও গত বছর থেকে কানাডায় পড়াশোনা করছে। কানাডায় কর্তৃপক্ষ এখনও চিরাগকে অভয়ের মৃতদেহ দেখতে দেয়নি, এবং তাঁকে বলা হয়েছে যে ভাইয়ের জিনিসপত্র রবিবার দেওয়া হবে।” অভয়ের প্রতিবেশী জানান, চিরাগের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। তিনি অভয়ের লাশ যাতে দেশে ফিরিয়ে আনা যায়, সেই অনুরোধ করেছেন। তাঁদের বাবা-মা বর্তমানে দিল্লিতে কিছু আত্মীয়ের সঙ্গে দেখা করতে গিয়েছেন।”

মিঃ গোয়েল বলেছিলেন যে অভয় তার কাছে একজন ভাইয়ের মতো ছিল এবং আশেপাশের সমস্ত দরজা তার জন্য সর্বদা খোলা ছিল। তিনি তাকে ভাই ছাড়া আর কিছু ভাবতেন না।

Most Popular