মহানগর ডেস্ক: লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে গোটা দেশজুড়ে তৎপরতা তুঙ্গে। সমস্ত রাজনৈতিক দলগুলির নিজেদের মত করে ঘুঁটি সাজাচ্ছে। যদিও এখনও নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করেনি তবে তা সত্বেও কোনও রকম কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই কারণেই আগে থেকে সেন বাহিনী মোতায়েন করা হচ্ছে। ভোটের আগেই বাংলায় আসছে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
দুই দফায় বাংলায় আসবে কেন্দ্রীয় বাহিনী। নিরাপত্তায় কোনও রকম ফাঁক যাতে না থাকে সেই দিকেই বিশেষ নজর দিয়েছে নির্বাচন কমিশন। প্রথম পর্বে ১ মার্চে এবং দ্বিতীয় পর্বে ৭ মার্চে বাংলায় আসবে কেন্দ্রীয় বাহিনী। একনজরে দেখে নিন বাংলায় কোন জেলায় এবং কোন কোন জায়গায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে…
দার্জিলিং – ৫ কোম্পানি শিলিগুড়ি – ২ কোম্পানি কালিংপং- ২ কোম্পানি
কোচবিহারে- ৫ কোম্পানি আলিপুরদুয়ার- ৩ কোম্পানি জলপাইগুড়ি- ৪ কোম্পানি
ইসলামপুর- ৩ কোম্পানি রায়গঞ্জ- ৪ কোম্পানি দক্ষিণ দিনাজপুর- ৪কোম্পানি
মালদহ- ৭ কোম্পানি মুর্শিদাবাদ- ৮ কোম্পানি নদিয়া- ৮ কোম্পানি
হাওড়া- ৯ কোম্পানি হুগলি- ৯ কোম্পানি কলকাতা– ১০ কোম্পানি
বাঁকুড়া- ৪ কোম্পানি বসিরহাট- ৩ কোম্পানি পুরুলিয়া- ৪কোম্পানি
বীরভূম- ৪কোম্পানি ঝাড়গ্রাম- ৩কোম্পানি দুই বর্ধমান- ১১কোম্পানি
পূর্ব মেদিনীপুর- ৭ কোম্পানি উত্তর ২৪ পরগনা- ২১ কোম্পানি দক্ষিণ ২৪ পরগনা- ৯ কোম্পানি
জানিয়ে রাখা ভাল, নির্বাচন কমিশনের টিম দেশের একাধিক জায়গায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছেন । মার্চের ১৩ তারিখের পর লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করতে পারে কমিশন। তবে তার আগে ভোটের সময় যাতে কোনও রকম সমস্যা না হয় সেই কারণে আগে থেকে কেন্দ্রীয় বাহিনি পাথিয়ে দেওয়া হচ্ছে।