Home National 23 Army Personnel Missing: সিকিমে মেঘভাঙা বৃষ্টি, হরপা বানে নিখোঁজ ২৩ সেনাকর্মী

23 Army Personnel Missing: সিকিমে মেঘভাঙা বৃষ্টি, হরপা বানে নিখোঁজ ২৩ সেনাকর্মী

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: মেঘভাঙা বৃষ্টির জেরে তিস্তা নদীতে হরপা বানে নিখোঁজ ২৩জন সেনা (23 Army Personnel Missing)। সেনাবাহিনী জানিয়েছে নিখোঁজ সেনাদের সন্ধানে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড জানিয়েছে লাচেন উপত্যকা সংলগ্ন বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। চুংথাং বাঁধ থেকে জল ছাড়ার কারণে আচমকাই জলস্তর ১৫ থেকে ২০ ফুট ওপরে উঠে যায়। ফলে সিংটামে রাখা সেনাবাহিনীর গাড়িগুলি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তেইশজন সেনার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। জলের তলায় ডুবে গিয়েছে সেনাবাহিনীর গাড়িগুলি। তল্লাশি অভিযান জারি রয়েছে।

গতকাল রাতে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে সিকিমে। উত্তর সিকিমে হোনাক হ্রদের ওপর মেঘভাঙা বৃষ্টি হয়ে জল উপচে পড়ে। তিস্তার জলস্তর বেড়ে যায়। বাংলাদেশে তিস্তার জল ঢোকার আগে সিকিম,পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে বলে খবর। সিকিম প্রশাসন বাসিন্দাদের জন্য উচ্চ সতর্কতা জারি করেছে। স্থানীয়দের তোলা ভিডিওয় দেখা গিয়েছে রাস্তাগুলি জলের তোড়ে ভেসে গিয়েছে। নদীতে শুরু হয়েছে জলস্ফীতি।

কোনও মানুষ ক্ষতিগ্রস্ত না হলেও প্রচুর ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকজনের খোঁজ পাওয়া যাচ্ছে। তাদের খোঁজে তল্লাশি চলছে বলে ঘটনাস্থল পরিদর্শনের সময় সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং জানিয়েছেন। আবহাওয়া দফতর জানিয়েছে সিকিমের চুংথাংয়ের হ্রদ ভেসে যাওয়ায় তিস্তায় জলস্ফীতি বেড়ে যায়। নীচু এলাকাগুলি এতে ক্ষতিগ্রস্ত হতে পারে। সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved