Home National মালগাড়ির সঙ্গে সুপারফাস্ট ট্রেনের সংঘর্ষে লাইনচ্যুত ৪টি বগি, আহত বহু

মালগাড়ির সঙ্গে সুপারফাস্ট ট্রেনের সংঘর্ষে লাইনচ্যুত ৪টি বগি, আহত বহু

by Shreya Maji
494 views

মহানগর ডেস্ক: ফের ট্রেন দুর্ঘটনা।  লাইনচ্যুত  একটি সুপারফাস্ট ট্রেনের চারটি বগি ও ইঞ্জিন । সোমবার মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটেছে। রাত ১টার দিকে লাইনচ্যুত হয় সবরমতী-আগ্রা সুপারফাস্ট এক্সপ্রেস।  রেল লাইন থেকে ছিটকে পড়ে যায় ট্রেনের ইঞ্জিন ও চারটি কাম। সেই বগির সঙ্গেই পাশের ট্র্যাকে দাঁড়িয়ে থাকা মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

রাজস্থানের আজমিরের মাদার রেলওয়ে স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে।  কর্মকর্তাদের মতে মাদার রেলওয়ে স্টেশনের কাছে সবরমতি-আগ্রা সুপারফাস্ট ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।  যাত্রীরা জানিয়েছেন তাঁরা ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ বিকট শব্দ শুনতে পান। সেই সঙ্গেই তীব্র ঝাঁকুনিতে যাত্রীরা আঘাত পান।  আহতদের উদ্ধার করে প্রথমে আজমের স্টেশনে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। তবে তাঁদের কারও অবস্থা গুরুতর নয়।  তবে মধ্যরাতে ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।

রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF), সরকারি রেলওয়ে পুলিশ (GRP) সহ অতিরিক্ত বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ADRM) এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ উদ্ধারকারী দল ঘটনাস্থলে রয়েছে। লাইনচ্যুত বগি ও ইঞ্জিনকে ট্র্যাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। উত্তর পশ্চিম রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও), ক্যাপ্টেন শশী কিরণ বলেছেন যে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি বলেছেন, “আমরা আশা করি আমাদের দল শীঘ্রই সাইটটি পুনরুদ্ধার করবে। ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে পুনরুদ্ধারের কাজ পর্যবেক্ষণ করছেন। আমরা একটি হেল্পলাইন নম্বর 0145-2429642ও সেট করেছি।”

You may also like