Home National উত্তরাখণ্ডে ভূমিধসে শিশু সহ ৪ জনের মৃত্যু, বন্ধ স্কুল, হিমাচলে ভারী বৃষ্টির সতর্কতা জারি

উত্তরাখণ্ডে ভূমিধসে শিশু সহ ৪ জনের মৃত্যু, বন্ধ স্কুল, হিমাচলে ভারী বৃষ্টির সতর্কতা জারি

by Shreya Maji
1 views

মহানগর ডেস্ক: টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরভারত। ভূমিধস ও হড়পা বানে মৃত্যু হয়েছে বহু মানুষের। এই প্রাকৃটিক দুর্যোগের কবল থেকে কিছুতেই মিলছে না রেহাই। সোমবার উত্তরাখণ্ডের তেহরি জেলার চাম্বাতে ভূমিধসের কারণে দুই মহিলা এবং একটি ৪  মাস বয়সী শিশু সহ ৪ জন নিহত হয়েছেন বলেই পুলিশ জানিয়েছে। অন্য একজন নিখোঁজ ব্যক্তির সন্ধান চলছে। সুরক্ষার স্বার্থে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল।

IMD  হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে ২২-২৪ আগস্ট পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি নিয়ে একটি ‘কমলা সতর্কতা’ জারি করেছে। তেহরি জেলার ভিলাঙ্গানা, চাম্বা, নরেন্দ্র নগর এবং জৈনপুরের প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি আগামী দুই দিনের মধ্যে রাজ্যের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির সতর্কতার কারণে মঙ্গলবার বন্ধ করে দেওয়া হয়েছে।

উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিপাত হচ্ছে যা অনেক জায়গায় ভূমিধস এবং আকস্মিক বন্যার সৃষ্টি করেছে। আবহাওয়া বিভাগ মঙ্গলবার দেরাদুন, পাউরি, নৈনিতাল, চম্পাওয়াত এবং বাগেশ্বর সহ রাজ্যের পাঁচটি জেলায় একটি কমলা সতর্কতা জারি করেছে। এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে ভারী বর্ষণের ফলে ভূমিধস, আকস্মিক বন্যা এবং নদী ও নালায় জলস্তর বৃদ্ধির পাশাপাশি  ফসল, ফলজ গাছ এবং কচি চারা গাছের ক্ষতি হতে পারে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved