শ্রীনগর: সপ্তাহ শেষে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে। জম্মু ও কাশ্মীরের কাজিগুন্ডে শুক্রবার একটি ভ্যানের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে এক পরিবারের ৪ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের পাশে লেভডোরা এলাকায় ভ্যানটি লেন পরিবর্তন করার চেষ্টা করলে দুর্ঘটনাটি ঘটে।
এক আধিকারিক জানিয়েছেন, পরিবারের সদস্যদের বহনকারী ভ্যানটি শ্রীনগর থেকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ভ্যানটির সংঘর্ষের মুহূর্তটি দুর্ঘটনার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। দুর্ঘটনার ধাক্কায় ভ্যানের ভেতরে থাকা ব্যক্তিরা হাইওয়েতে ছিটকে পড়ে এবং গাড়িটি উল্টে যায়। নিহতদের মোহাম্মদ নিয়াজ ভাট, তার স্ত্রী মুবিনা বেগম এবং তাদের সন্তান মারুফ আহমেদ ভাট এবং আবশা বানু নামে চিহ্নিত করা হয়েছে। দুর্ঘটনায় আহত অন্য তিনজন হলেন নিয়াজের মেয়ে মেহভিশ আক্তার, গোলাম কাদির ভাট ও তার ছেলে মমতাজ আহমেদ ভাট। সবাই ডোডার বাসিন্দা।
আহতদের চিকিৎসার জন্য কাজীগুন্ডের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার তদন্তের জন্য ভারতীয় দণ্ডবিধির ধারা 279 ( জোরে ড্রাইভিং) এবং 337 (জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন) এর অধীনে কাজিগুন্ড থানায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছিল। ঘটনাটি নিয়ে তদন্ত করা হবে।