HomeNationalসেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারালেন ৪ সাফাই কর্মী

সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারালেন ৪ সাফাই কর্মী

- Advertisement -

মহানগর ডেস্ক: দেশে সাফাই কর্মীদের মৃত্যু অব্যাহত। শীর্ষ আদালত ও কেন্দ্রের হাজারও নির্দেশিকার পরেও একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। এবার ৪ জন সাফাই কর্মীর সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে।ওই সাফাই কর্মীদের সুরাটের পলসানা-কাটোদরা রোডের কাছে একটি কারখানার নোংরা পরিষ্কার করতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় কারখানার সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার সময়। নোংরা পরিষ্কার করতে নেমে প্রথম দুই শ্রমিক বিষাক্ত গ্যাসে জ্ঞান হারান। আরও দুই শ্রমিক তাঁদের উদ্ধার করতে নামেন। ভিতরে নামতেই তাঁরাও অসুস্থ হয়ে পড়েন। এর পর উপস্থিত লোকজন চারজনকে কোনওভাবে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। যদিও চিকিৎসকরা জানান, ইতিমধ্যে শ্রমিকদের মৃত্যু হয়েছে। স্থানীয় থানার আধিকারিক জানান, মৃত চার শ্রমিক বিহারের বাসিন্দা। তাঁদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। জানা মাত্র, পরিবারকে খবর দেওয়া হবে।

উল্লেখ্য,সুপ্রিম কোর্ট মানুষের দ্বারা সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার বন্ধের বিষয়ে আগেই নির্দেশিকা দিয়েছিল।সব মহলের দাবি, এই কাজ অমানবিক। এর পরেও দেশজুড়ে তা অব্যাহত। সুরাটের ঘটনা তার সাম্প্রতিক উদাহরণ। ২০২২ সালের জুলাই মাসে সংসদে জমা দেওয়া কেন্দ্রীয় সরকারি তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে বিপজ্জনকভাবে কাজ করতে গিয়ে ৩৪৭ জন সাফাইকর্মীর মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশ, তামিলনাড়ু এবং দিল্লিতেই ৪০ শতাংশ দুর্ঘটনা ঘটেছে। শীর্ষ আদালত এই পরিস্থিতি বদলাতেই মাঝে মোটা অঙ্কের আর্থিক ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে।

Most Popular