Home National টানা দু’দিন ধরে চলছে অভিযান, কাশ্মীরে এনকাউন্টারে খতম ৫ লস্কর জঙ্গি

টানা দু’দিন ধরে চলছে অভিযান, কাশ্মীরে এনকাউন্টারে খতম ৫ লস্কর জঙ্গি

by Shreya Maji
8 views

মহানগর ডেস্ক:  জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সন্ত্রাসবিরোধী অভিযান শুক্রবার দ্বিতীয় দিনে প্রবেশ করেছে।  নিরাপত্তা বাহিনী জঙ্গিদের অনুপ্রবেশ রুখতে অভিযান চলছে জোর কদমে। এতেই মিলেছে সাফল্য জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে চলমান এনকাউন্টারে ৫ লস্কর জঙ্গি খতম হয়েছে।

সেনা কর্মকর্তারা জানিয়েছেন, কুলগামের নেহামা এলাকার সামনোতে রাতভর শান্তর পর শুক্রবার ভোরে সেনা-জঙ্গির গুলির লড়াই শুরু হয়। জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, “কুলগাম পুলিশ, সেনাবাহিনী এবং সিআরপিএফ দ্বারা পাঁচ সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করা হয়েছে। অপরাধমূলক সামগ্রীও উদ্ধার করা হয়েছে। অপারেশন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এলাকাটিকে স্যানিটাইজ করা হচ্ছে।”

বৃহস্পতিবার এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী কুলগামের নেহামা গ্রাম ঘেরাও করে ও অনুসন্ধান অভিযান শুরু করেছিল। পুলিশের উপস্থিতি বুঝতে পেরেই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পাল্টা  জবাব দেয় সেনারাও। তখন থেকেই শুরু হয় গুলির লড়াই। এই এনকাউন্টারের খবর নিশ্চিত করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। অভিযান জারি রয়েছে। তবে ভারতীয় সেনার কোনও সেনা আহত বা নিহত হওয়ার খবর মেলেনি।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved

Facebook Twitter Youtube Pinterest Linkedin Spotify