Home National হড়পা বানে সিকিমে মৃত বেড়ে ৫৬, তিস্তা নদী থেকে উদ্ধার ২৭টি দেহ

হড়পা বানে সিকিমে মৃত বেড়ে ৫৬, তিস্তা নদী থেকে উদ্ধার ২৭টি দেহ

by Shreya Maji
4 views

মহানগর ডেস্ক: মেঘভাঙ্গা বৃষ্টি, সেই সঙ্গে বরফগলা হ্রদ বিস্ফোরণের কারণে শোচনীয় অবস্থা সিকিমের। হড়পা বানে ধংসযজ্ঞ চলেছে এলাকাজুড়ে। গত তিন দিনে  তিস্তা নদীর তলদেশে আরও ২৭টি মৃতদেহ পাওয়া গিয়েছে। সেই সঙ্গেই  সিকিমের আকস্মিক বন্যায় ৭ সেনাসহ  প্রায় ৫৩ জনের ম্রৃত্যু হয়েছে।  ৭টি দেহ শনাক্ত করা হয়েছে।

১৪০ জনেরও বেশি মানুষ এখনও নিখোঁজ, এবং হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছে। সিকিম সরকার জানিয়েছে যেরা ১,১৭৩টি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২,৪১৩ জনকে উদ্ধার করা হয়েছে।  ১৩টি সেতু ধ্বংস হয়েছে৷  ৬,৮৭৫জন বাস্তুচ্যুত হয়েছেন এবং রাজ্য জুড়ে ২২টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন, যা মূলত দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন। তিস্তা-ভি হাইড্রোপাওয়ার স্টেশনের সমস্ত সেতু ডুবে গিয়েছে এবং উত্তর সিকিমের সঙ্গে যোগাযোগ ব্যাহত হয়েছে। তিস্তা নদীর অববাহিকা শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলা থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলেই জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে। সিকিম সরকারের দেওয়া তথ্য অনুযায়ী তারা পাকিয়ং জেলা থেকে ১৬টি মৃতদেহ, গ্যাংটক থেকে ৬ টি মৃতদেহ মাঙ্গান থেকে ৪টি মৃতদেহ  উদ্ধার করেছে।

 সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং গতকাল উদ্ধার, ত্রাণ এবং পুনরুদ্ধারের কৌশল নির্ধারণের জন্য একটি উচ্চ-পর্যায়ের বৈঠকের সভাপতিত্ব করেন। চুংথাং পর্যন্ত রাস্তা সংযোগ চালু করার জন্য অগ্রাধিকার দেওয়া হয়েছে। নিহতদের পরিবারের জন্য ৪ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। ভারতীয় বায়ুসেনা (IAF) জানিয়েছে যে খারাপ আবহাওয়া, কম মেঘের আচ্ছাদন এবং লাচেন এবং লাচুং উপত্যকায় কম দৃশ্যমানতার কারণে Mi-17 হেলিকপ্টার দিয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালানোর একাধিক প্রচেষ্টা গত দুই দিন ব্যর্থ হয়েছে। . আবহাওয়ার  ঠিক থাকলে আজ ভোরে বিমান উদ্ধার অভিযান আবার শুরু হবে বলে আশা করা হচ্ছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved