Home National মর্মান্তিক , ভারি বৃষ্টিপাতে ট্রাক উল্টে মৃত ৬ , আহত আরও ৬

মর্মান্তিক , ভারি বৃষ্টিপাতে ট্রাক উল্টে মৃত ৬ , আহত আরও ৬

by Shreya Maji
145 views

মহানগর ডেস্ক:  মর্মান্তিক! বুধবার  ভারী বৃষ্টিপাতের মধ্যে  ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা।  ট্রাক উল্টে প্রায় ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন  আরও  ৯ জন। ঘটনাকে করে এলাকাজুরে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় । ভারী বৃষ্টিপাতের মধ্যে একটি ট্রাক উল্টে  বিপত্তি ঘটেছে বলেই পুলিশ জানিয়েছে। সকালে জাতীয় সড়ক-৪৯-এর ধরসুনি ঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। একজন পুলিশ কর্মকর্তা জানান, চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আহতদের উদ্ধার  করে পিআরএম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিভাবে দুর্ঘটনা ঘটল তদন্ত করে দেখা হবে, জানিয়েছে পুলিশ। ঘাতক ট্রাকের চালকের খোঁজে তল্লাশি চলছে।

প্রসঙ্গত উল্লেখ্য, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে আজ থেকেই বাংলা ও ওডিশায় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছিল। বেশ কয়েকটি জায়গাটে ভারি বৃষ্টিও হবে বলেই জানানো হয়। সেই বৃষ্টির মধ্যেই ঘটল দুর্ঘটনা। উপকূল সংলগ্ন এলাকাতে  আগামীকয়েকদিন বৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

You may also like