HomeNationalবছর শেষে মর্মান্তিক ঘটনা, গ্লাভস কারখানায় ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে মৃত ৬

বছর শেষে মর্মান্তিক ঘটনা, গ্লাভস কারখানায় ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে মৃত ৬

- Advertisement -

মহানগর ডেস্ক: বছর শেষে মর্মান্তিক এবং ভয়াবহ দুর্ঘটনা।  রবিবার ভোরে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে একটি হ্যান্ড গ্লাভস প্রস্তুতকারক কোম্পানিতে ভয়াবহ আগুন লেগে দগ্ধ হয়ে  প্রায় ৬ জন নিহত হয়েছে।  আহত হয়েছেন অনেকেই।

ফায়ার বিভাগের আধিকারিকদের মতে, ওয়ালুজ এমআইডিসি এলাকার কারখানায় ২.১৫ নাগাদ আগুনের সূত্রপাত হয়। মোহন মুঙ্গসে , একজন দমকল অফিসার জানিয়েছেন,  “রাত  ২.১৫ মিনিটে আমরা একটি কল পাই যখন আমরা ঘটনাস্থলে পৌঁছাই, পুরো কারখানায় আগুন লেগেছে। স্থানীয়রা আমাদের জানায় যে ছয়জন লোক ভিতরে আটকা পড়েছে। আমাদের অফিসাররা প্রবেশ করে এবং  ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আপাতত  আগুন নেভানোর কাজ চলছে।” শ্রমিকরা জানান, কোম্পানিটি বন্ধ ছিল, আগুন লাগার সময় তারা ঘুমাচ্ছিলেন। বেশ কয়েকজন শ্রমিক অগ্নিদ্বগ্ধ হয়েছেন  । তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের সময় ১০-১৫ জন কর্মী ভবনের ভিতরে ঘুমাচ্ছিলেন। কেউ কেউ পালিয়ে যেতে সক্ষম হন, কিন্তু   পাঁচজন ভিতরে আটকা পড়েছিলেন,। তাঁদের জীবিত উদ্ধার করা যায়নি।  আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি। তবে রাতের বেলায় আগুনকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়ায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা।

Most Popular